প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৪:২৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৫:৪৭ পিএম
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোয় এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসাপ্রতিষ্ঠানেরর নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
এ ছাড়া তাদের নামে কোনো লকার বা সঞ্চয়পত্রের তথ্য থাকলে তা-ও জানাতে বলা হয়েছে।