× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থপাচারকারীদের দৌড়ের ওপর রাখা হবে : গভর্নর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৬:১৯ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৭:১০ পিএম

অর্থপাচারকারীদের দৌড়ের ওপর রাখা হবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারব কি না জানি না, তবে পাচারকারীদের শান্তির ঘুম হবে না। তারা যাতে দৌড়ের মধ্যে থাকে সে ব্যবস্থা করা হবে। দেশের টাকা নিয়ে আরামে থাকবে সেটা হবে না। তা ছাড়া নতুন করে অর্থপাচার ঠেকাতে সরকারের সঙ্গে মিলে আমরা কাজ করব।’

বুধবার (১৪ আগস্ট) গভর্নরের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘ব্যাংক খাতের আজকের এ খারাপ অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের খারাপ অবস্থা তৈরি হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ ব্যাংকেও ধ্বংস করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখনকার মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, এটা কমে আসবে। তবে আজই কমবে তা না। কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে।’

এইচ মনসুর আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের লিডারশিপ নিয়ে এর আগে কখনও প্রশ্ন ওঠেনি। সাম্প্রতিক দুই একজনকে নিয়ে কথা হচ্ছে। এটা দুঃখজনক।’

খেলাপি ঋণসহ অন্যান্য তথ্য আড়াল করার যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেটি ঠিক করা হবে জানিয়ে তিনি বলেন, প্রকৃত চিত্র তুলে এনে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।

কঠিন এই পরিস্থিতি উত্তরণের জন্য সাংবাদিকদের সহায়তা চেয়ে গভর্নর বলেন, ‘প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহায়তা প্রয়োজন। তবে ভুল তথ্যের ভিত্তিতে কিংবা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যাতে সংবাদ প্রকাশ না হয়, সেদিকেও নজর দিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা