প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৭:২৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৭:৩০ পিএম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ফটো
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নূরান ফাতিমা ও মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ।
রবিবার (১১ আগস্ট) এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। এর ফলে ওই তিনজনের ব্যক্তিগত বা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।
হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার সরকার তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়। এর আগের মেয়াদে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনার দেশত্যাগের আগে ও পরে আওয়ামী লীগের অনেক নেতা ও মন্ত্রী-এমপিও দেশ ছেড়ে যান। হাছান মাহমুদ বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই কারও কাছে।