প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৭:৩৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৮:০৬ পিএম
প্রবা ফটো
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিগুণেরও বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২৬ পয়েন্ট। এবং লেনদেনের পরিমাণ কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সিএসইতে সূচকের বড় পতন হয়নি তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৬টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। এ পতনের মধ্যে ২২টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ও বিপরীতে পাঁচটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৯ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫১ কোটি ৮৬ লাখ টাকা।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে অবস্থান করছে বিচ হ্যাচারির শেয়ার। দ্বিতীয় স্থানে ওরিয়ন ফার্মা এবং তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, স্যালভো কেমিক্যাল, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং ও আফতাব অটোমোবাইল।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৩টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৭৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ২ লাখ টাকা। সে হিসেবে লেনদেনের পরিমাণ বেড়েছে।