× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে আসার সুযোগ পাচ্ছে স্টার্টআপ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১৮:৫৬ পিএম

সম্মেলনে নতুন উদ্যেগের বিস্তারিত তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

সম্মেলনে নতুন উদ্যেগের বিস্তারিত তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

পুঁজিবাজারে স্টার্টআপ কোম্পানি তালিকাভুক্ত করতে ইনোভেশন গ্রোথ বোর্ড করা হবে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) নিকুঞ্জ ডিএসই ভবনে বাংলাদেশের পুঁজিবাজার: টেক স্টার্টআপ ও  গ্রোথ স্টেজ কোম্পানির সম্ভবনা ও সুযোগ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘কর্মসংস্থান হবে, দেশের উপকার হবে এমন স্টার্টআপ কোম্পানি পুঁজিবাজারে আনার জন্য সব ধরণের সহায়তা দেওয়া হবে। তবে এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ছাড়তে হবে।’

সম্মেলনে প্যানেল আলোচনায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া বলেন, আগামী এক সপÍাহের মধ্যে অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) মার্কেটের রেগুলেশন পাশ হবে। এরপরই চালু হবে এটিবি মার্কেট, যেখানে সহজ শর্তে স্টার্টআপ কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে পারবে বলেও জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক।

এ আলোচনায় স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সহজ শর্তে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ চান উদ্যোক্তরা। তারা বলেন, ‘অন্য কোম্পানিগুলো মতো শুধু লাভজনক প্রতিষ্ঠানকেই তালিকাভুক্ত করার নিয়ম এখানে শিথীল করতে হবে। কারণ এসব প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের মতো শুরুতেই লাভ করতে পারে না।’ এ দাবির সঙ্গে একমত প্রকাশ করেন ডিএসইর পরিচালক শাকিল রিজভীসহ অন্যান্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা