প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২১:৩৭ পিএম
সড়ক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প উপস্থাপন করা হবে। এছাড়া অবগতির জন্য আরও পাঁচটি প্রকল্প উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের একনেক উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।
সূত্র জানায়, বৈঠকে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি প্রকল্প উপস্থাপন করা হবে। এগুলো হলো ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন, বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মুন্সিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এরমধ্যে প্রথমটি বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয় এবং অন্য দুটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ।
শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্প উপস্থাপন করা হবে বৈঠকে। এগুলো হলো রায়পুরা ১২০ মেগাওয়াট (এসি) পিক গ্রিড টাইড সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য ভুমি অধিগ্রহণ ও বিসিক মুদ্রণ শিল্পনগরী (২য় সংশোধিত)।
তাছাড়া ভৌত অবকাঠামো বিভাগের চারটি প্রকল্প উঠছে একনেক সভায়। এগুলো হলো কুমিল্লা -সালদা-কসবা (সৈয়দাবাদ) সড়ককে (এন-১১৪) জাতীয় মহাসড়ক মানে উন্নীতকরণ, নগরাঞ্চলের ভবন সুরক্ষা প্রকল্প (২য় সংশোধিত), বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নগীর তীরভুমিতে পিলার স্থাপন, তীররক্ষা ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (২য় সংশোধিত) এবং দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প।
মেয়াদ বৃদ্ধির জন্য দুটি প্রকল্প উপস্থাপন করা হবে। এগুলো হলো: সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক (আর-৫৭০) প্রশস্তকরণ ও মজবুতিকরণ (১ম সংশোধিত) প্রকল্প এবং ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর-ভিতরবন্দ-নাগেশ্বরী মহাসড়কের দুধকুমার নদীর উপর সোনাহাট সেতু নির্মাণ (১ম সংশোধিত)।
এছাড়া পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে আগেই অনুমোদিত পাঁচটি প্রকল্প একনেক অবগতির জন্য উপস্থাপন করা হবে। এগুলো হলো: কক্সবাজার জেলাধীন গণপূর্ত বিভাগের খালি জমিতে দুটি আধুনিক সুযোগ-সুবিধা বিশিষ্ট উদ্যান ও একটি খেলার মাঠ উন্নয়ন (১ম সংশোধিত), খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (২য় সংশোধিত), ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ (২য় সংশোধিত), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা (২য় সংশোধিত) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প।