প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ২১:৩৯ পিএম
প্রবা ফটো
২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
সোমবার (১ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের এপিএতে বিসিক ৩য় স্থান অর্জন করে। শিল্পমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) কামরুন নাহার সিদ্দীকা।