প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২০:৫০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ২১:০২ পিএম
ফাইল ফটো
দেশে চলমান তীব্র ডলার সংকটের কারণে নির্ধারিত সময় আমদানি বিল পরিশোধে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো। তাই সংশ্লিষ্টদের চাহিদার আলোকে সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিকারকদের বিল পরিশোধের সময় ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে নীতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির বিল পরিশোধের ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় পাওয়া যাবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মেয়াদকাল প্রযোজ্য হবে না। আমদানিসংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশাবলি অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত দেশে ডলার সংকটের কারণে এ সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আমদানিকারকার তার পণ্য মালিকের সঙ্গে চুক্তি করে বিল পরিশোধের সময় ৩৬০ দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফলে এ মুহূর্তে ডলারের চাহিদা কমবে এবং রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হবে। কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতির বিষয়টি বিবেচনায় আনা হয়েছে কি-না, এমন প্রশ্নে মন্তব্য করেননি কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্টরা।