রংপুর অফিস
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২১:৪৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ২২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বলেছেন, টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে ওজনে কম দেওয়া ও খারাপ পণ্য বিক্রির কোনো সুযোগ নেই। এটি কেউ করলে আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বৃহস্পতিবার (২০ জুন) টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. মোস্তফা ইকবাল বলেন, প্যাকেজিং নিয়ে ডিলারদের অভিযোগ রয়েছে। সেটি নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুতই টিসিবির মাধ্যমে চিনি বিতরণ করা হবে। আমরা সীমিত জনবল নিয়ে দেশের ৮টি আঞ্চলিক কার্যালয় ও ৬টি ক্যাম্প অফিস পরিচালনা করছি। আমরা সবার সহযোগিতা নিয়ে টিসিবির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করে যাচ্ছি। সভায় সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশল, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ও ব্যবস্থাপনা, ই-গভর্ন্যান্স, উদ্ভাবনী কর্মপরিকল্পনা ও তথ্য অধিকার নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টিসিবির অতিরিক্ত পরিচালক খন্দকার নুরুল হক, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদ হাসান মৃধা, টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমানসহ ডিলাররা।