প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৮:১৩ পিএম
প্রবা ফটো
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। যা ঈদের আগে টানা দরপতন থেকে বুধবার (১৯ জুন) ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার। বৃহস্পতিবার (২০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮২ দশমিক ৭৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৮ পয়েন্ট। ডিএসই এবং সিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১২১ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ২৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে দাম বেড়েছে ২৮৮ টির। বিপরীতে দাম কমেছে ৫৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা।। যা আগের দিন ছিল ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ২০৬ কোটি ৫ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। দ্বিতীয় স্থানে লিন্ডে বাংলাদেশ ও তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- বিচ হ্যাচারি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন সুজ এবং লাভেলো আইসক্রিম।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭৮ বেড়ে পয়েন্ট ১৪ হাজার ৭৮৬ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২ টির দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ৪৮ টির এবং ২৯ টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২১ কোটি ৬৩ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ৬ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১১৪ কোটি ৭৬ লাখ টাকা।