× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় আকিমুন রহমানের নতুন গবেষণা গ্রন্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০০ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম

বইমেলায় আকিমুন রহমানের নতুন গবেষণা গ্রন্থ

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে আকিমুন রহমানের গবেষণা গ্রন্থ ‘শরৎচন্দ্রের শ্রীকান্ত ও ইন্দ্রনাথ, কতোটা মৌলিক সৃজন তারা, কতোটাই বা প্রভাবজাত’। বইটি প্রকাশ করেছে সৌম্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন বিপ্লব মণ্ডল। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত (প্রথম পর্ব)-এ আছে দুই কিশোর নায়ক। তাদের একজন পাঠকসমক্ষে উপস্থিত হয় হঠাৎ বিজুলিপাতের মতো। উপস্থিত হয় তুমুল ঝিলিক দিয়ে। স্বভাবেও সে-কিশোর বিদ্যুৎ-ক্ষিপ্র। নাম তার ইন্দ্রনাথ। অন্য যে জন আছে, সে যেনো এক সংসারবাসী বিবাগী সত্তা। এই কিশোরকালেই সে হয়ে উঠেছে খুব মৌন খুব নির্লিপ্ত; সকলকিছুর ভেতরে থেকেও সে যেনো কোনো কিছুতেই সংলগ্ন নয়। এই কিশোরকে সকলে শ্রীকান্ত নামে ডাকে।

এই উপন্যাসটির প্রকাশকাল থেকেই মনে করা হতে থাকে; এমন অভিনব দুরন্ত কিশোর নায়কের দেখা, বাংলা সাহিত্য, এর আগে এমন ভাবে আর কখনও পায়নি। পণ্ডিতজনেরা জানাতে থাকেন, এই দুজন শুধু অভিনবই নয়; তারা আমাদের সাহিত্যে প্রবলরকম মৌলিক সৃষ্টি এবং তারাই আদিকিশোর। তাদের আগে, এই বঙ্গসাহিত্য-ভূখণ্ড, অমন কিশোর নায়কের উপস্থিতি আর কখনও পায়নি।

এই বইয়ে; ওই ধারণাগুলোকে, স্বাদু এক শিল্পিত গদ্যে, বিশদরকমে বিশ্লেষণ করা হয়েছে। এই দুই কিশোর নায়ক কতোটা শরৎচন্দ্রের মৌলিক সৃষ্টি, কতোটাই বা তারা প্রভাবজাত সৃজন-এই বিষয়টির ওপরও গভীর রকমে আলোকপাত করা হয়েছে। 

এই দুই কিশোর নায়ক, কতোটা শরৎচন্দ্রের মৌলিক সৃষ্টি, কতোটাই বা তারা পাশ্চাত্যের কোনো এক শক্তিমান প্রতিভার গড়ে তোলা চরিত্রদের ছায়ায় গড়ে ওঠা- এই বিষয়গুলোর ওপরেই ব্যাপক আলোকপাত করা হয়েছে এই বইয়ে। 

‘শরৎচন্দ্রের শ্রীকান্ত ও ইন্দ্রনাথ, কতোটা মৌলিক সৃজন তারা, কতোটাই বা প্রভাবজাত’ শিরোনামের গবেষণা গ্রন্থটি ছাড়াও একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আকিমুন রহমানের নতুন উপন্যাসিকা ‘নিত্য যে নদী বহে’। এই গ্রন্থটিও প্রকাশিত হয়েছে সৌম্য প্রকাশনী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা