× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু-কিশোরদের জন্য রকমারি বই নিয়ে মেলায় ‘কিন্ডারবুকস’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৪ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

শিশু-কিশোরদের জন্য রকমারি বই নিয়ে মেলায় ‘কিন্ডারবুকস’

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে নতুনধারার প্রকাশনা ‘কিন্ডারবুকস’। শিশু-কিশোরদের জন্য নানান স্বাদের বই নিয়ে মেলায় হাজির হয়েছে প্রকাশনা সংস্থাটি। ছড়া, গল্প, লোককাহিনি আর কিশোর উপন্যাসসহ শিশুদের জন্য অর্ধ শতাধিক রঙিন বই প্রকাশ করবে ‘কিন্ডারবুকস’।

প্রকাশনা প্রতিষ্ঠানটির ব্যানারে বইমেলায় প্রকাশিত হচ্ছে ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়ার বই ‘ফেল্টুস, চড় খাবি?’, সাহিত্যিক কমলেশ রায়ের সাইন্স ফিকশন ‘অসীম আলো’, কথাসাহিত্যিক মোস্তফা মামুনের কিশোর উপন্যাস ‘ভুতুড়ে পার্ক’, আহমেদ রিয়াজের ছোটদের ভূতের গল্প ‘পাঁচহাতি ভূত’ ও কার্টুনিস্ট আহসান হাবীবের ‘ছোটদের ইলাস্ট্রেটেড বুক’সহ দারুণ সব বই। 

‘কিন্ডারবুকস’-এর প্রকাশক মাহমুদুল হাসান জানান, শিশুর মানসিক বিকাশের কথা বিবেচনা করে তারা বাছাই করে বই প্রকাশ করছেন। সীমাবদ্ধতা অতিক্রম করে ও প্রতিবন্ধকতা জয় করে কীভাবে শিশুদের বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে পরিকল্পনা নিয়ে তারা বড় পরিসরে প্রকল্পটি হাতে নিয়েছেন।

তিনি আরও জানান, কার্টুনিস্ট আহসান হাবীবের ‘ছোটদের ইলাস্ট্রেটেড বুক’ নামে একটি মজার বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটি শিশু-কিশোররা দারুণ পছন্দ করবে বলে বিশ্বাস। কনটেন্টের সঙ্গে বই ও কাগজের মানও বজায় রাখার চেষ্টা করা হয়েছে। অনেক অভিভাবক সন্তানের হাতে তুলে দিতে চান তাদের শৈশবের প্রিয় বইগুলো। তাদের কথা ভেবে ‘চিরায়ত গল্প সিরিজ’ নামে একটি সিরিজ শুরু করেছেন। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুয়োরানীর সাধ’, ‘কাবুলিওয়ালা’, সৈয়দ মুজতবা আলীর ‘তোতাকাহিনী’সহ বিভিন্ন বইয়ের সহজবোধ্য সংস্করণ প্রকাশ করেছেন। এই বইগুলো সম্পূর্ণ ইলাস্ট্রেটেড ও রঙিন।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৩-এ কিন্ডারবুকসের স্টল নম্বর ৭১৯। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা