× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলনবিলের ৩৪ কবির ‘কবিতা কুমারী’

হাসনাত মোবারক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮ পিএম

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবসহ প্রমুখ  ছবি : বিপনু চৌধুরী

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবসহ প্রমুখ ছবি : বিপনু চৌধুরী

‘চলনবিল আর কলম গাঁও/একটানে যায় সাধুর নাও।’ কিংবা ‘চলনবিলের নাইরে জোড়া, চরতারাপুর, বাইশপাড়া।’ শুধু গানেই নয়, আক্ষরিক অর্থেই চলনবিল অতুলনীয়। ‘নওগাঁয়ের নয়া কাজি, হাম কুড়ার খাঁ/ঠেলাঠেলি করে নাও ডুবাল পানি ছেঁছিল না।’ এ রকম হাজারো ধুয়া, জারি, সারি ও জাগ গান আর গল্পগাথায় কেটে যায় বিলপাড়ের মানুষের দিনরাত্রি। বাংলা লোকসংস্কৃতির অন্যতম পীঠস্থান হিসেবে সমাদৃত চলনবিল।

এ বিলপাড়ের ৩৪ কবির কবিতা নিয়ে চন্দ্রদীপ প্রকাশনী থেকে এবার বইমেলায় প্রকাশ হয়েছে ‘কবিতা কুমারী’ নামে একটি সংকলন। এ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে। গ্রন্থভুক্ত ৩৪ কবির উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক টুকরো চলনবিল। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব। তিনি বলেন, ‘চলনবিল এমন এক সুন্দর জায়গা, সেখানে যারাই থাকবেন তারাই কবি হয়ে উঠবেন। এটাই স্বাভাবিক। যার প্রতিফলন ঘটেছে কবিতা কুমারী নামের এ বইটি।’ তিনি আরও বলেন, ‘এ কবিদের সঙ্গে কথা বলে অনুধাবন করেছি তারা প্রত্যেকে সাহিত্য-অন্তপ্রাণ।’

বইটি সম্পাদনা করেছেন খায়রুজ্জামান মুন্নু। তিনিও ওই জলাভূমির সন্তান। এ সম্পাদক নিজের অভিব্যক্তি প্রকাশের সময় অনেকটা আপ্লুত হয়ে পড়েন। বলেন, ‘ঢাকার বইমেলায় চলনবিলের কাদামাটিতে বেড়ে ওঠা মানুষের কবিতার বই প্রকাশ পেয়েছে। আর সেটির দায়িত্ব আমি পালন করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘এখানে যাদের কবিতা রয়েছে তাদের আওয়াজ কখনও যমুনা নদী পার হয়ে ঢাকায় পৌঁছায় না। আজ তাদের কবিতা বইমেলায় প্রকাশ পেয়েছে।’


বইটির প্রকাশক শামীমা শাহীন। তিনিও এ কবিদের সৃজনপ্রয়াস নিয়ে অনুভূতি জ্ঞাপন করেন। লোকজ মোটিফের আঙ্গিকে বইটির প্রচ্ছদ করেছেন মোমিনউদ্দীন খালেদ; যা নান্দনিকতার মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেকখানি। চলনবিলের মানুষ সংস্কৃতিবান্ধব। এর পেছনে ভূমিকা রয়েছে বিলচলনের রূপ। কেননা এ অঞ্চল বর্ষায় জলের ঢেউয়ে ঢেউয়ে থাকে উন্মাতাল। শরতে শান্ত। হেমন্তে পাকা ধানের ঘ্রাণ আর সরিষা ফুলের হলুদে ছেয়ে যায় মাঠ। এমন প্রকৃতিই মূলত সৃজনশীল মানুষকে প্রাণের স্পন্দন জোগায়। তাই তারা কবিতার চরণে চরণে বন্দনা করেছেন চলনবিলের অপার সৌন্দর্য।

‘কবিতা কুমারী’তে যাদের কবিতা স্থান পেয়েছেÑ আব্দুল মুত্তালিব শিশির, আরিফুল ইসলাম খান, এস এম শিমুল, গোপাল চন্দ্র ঘোষ, জে. আর. রাহা, খায়রুজ্জামান মুননু, তাপশি তালুকদার, নিলুফা ইয়াছমিন সবনব, নিলুফার ইয়াছমিন, ফিরোজা বিউটি, মনির হাশিম, মনিরুন নাহার, মিতা খাতুন, মীর হোসনে আরা বেগম ডেইজি, মুহম্মদ গোলাপ হোসেন, মোশাররফ হোসেন মল্লিকী, আব্দুর রহমান মাহবুব, আবদুর রাজ্জাক রাজু, আব্দুল আলীম চাঁদ, আব্দুল কুদ্দুস তালুকদার, আবু বকর সিদ্দিক মাস্টার, ইয়াকুব আলী প্রামাণিক, জহুরুল হক, ফজলুর রহমান, ফারহান সাদিক স্নিগ্ধ, মাসুদ পারভেজ, রেজাউল করিম হেলাল, শাহজাহান আলী খোন্দকার, সেলিম রেজা, শাহজাহান আলী সরকার, সত্যেন্দ্রনাথ সরকার, সাইদুর রহমান সাজু, সাবিনা ইয়াছমিন বিনু ও হোসনেয়ারা নাসরিন দোলন। বইটির দাম ৪৫০ টাকা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সঞ্চালনা করেন চলনবিলের পললভূমির সন্তান নটর ডেম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষক নূরে মোস্তফা বাবু। এ বইটির লেখকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা