× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী দিবসে নজরুল উৎসব এক সার্থক যোগসাজশ : মফিদুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২৩:০৩ পিএম

গুলশান সোসাইটি লেক পার্কে নজরুল উৎসব অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

গুলশান সোসাইটি লেক পার্কে নজরুল উৎসব অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, “নারী শক্তির সমতার যে বাণী দৃঢ়তার সাথে নজরুল বলেছেন সেটা নজরুল উৎসব ও আন্তর্জাতিক নারী দিবসের এক সার্থক যোগসাজশ। নজরুলের লেখায় নারীদের শক্তি কথা বার বার এসেছে। আমাদের নারীশুক্ত গানের কথা ভাবলেই মাথায় আসে ‘জাগো নারী জাগো বহ্নি শিখা’। তিনি শুধু নারী জাগরণের কথা বলেননি নারীর অসাধারণ শক্তির কথা বলেছেন। বহ্নি শিখার মতো নারীকে দেখতে চেয়েছেন। তার জীবনে যদি দেখি তার যে দুঃখময় জীবন তার কষ্টের জায়গা ছিল তার জীবনটা সেভাবে মায়ের সান্নিধ্য পায়নি। নানাভাবে তিনি নিজের জীবনে অনেককে মায়ের জায়গায় দেখেছেন। তিনি লিখেছেন ‘শুধু মাতা নহে, জাগত মাতার আসনে বসেছ তুমি’।”

শুক্রবার (৮ মার্চ) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নজরুল উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবের যৌথ আয়োজক বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার।

উৎসবের আহ্বায়ক খায়রুল আনাম শাকিল বলেন, ‘এক ঝাঁক প্রতিভাময়ী শিল্পীর গান এ উৎসব শোনার সুযোগ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ নেই, তবে তার লেখা গান আমাদের জীবনে অনেক প্রাসঙ্গিক। তার গভীর মানবিক চেতনা ছিল যেখানে হিন্দু, মুসলমান কোনো ধর্মের ভেদ ছিল না। বাংলাদেশের জাতীয় মুক্তির সংগ্রামে তাকে পাশে রেখে লড়াই করেছি। তার কবিতা ও গান দুঃসময়ে আমাদের অনুপ্রাণিত করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, সংস্কৃতি সমন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, গুলসান সোসাইটির সভাপতি ওমর সাদাত।

প্রণয় কুমার ভার্মা বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি আপ্লুত। নজরুল তারুন্যের প্রতীক। সে শুধুমাত্র কবিই না, সে রাজনীতিবিদ, সাংবাদিক, যোদ্ধাও।’

খলিল আহমেদ বলেন, “আমরা সংস্কৃতির মেলবন্ধন চাই। ইন্দিরা গান্ধী কালচারের যুক্ত হওয়া আমাদের জন্য অনেক বড় পাওয়া। ‘এসনেসিয়াল নজরুল’ এই নামে ৮০০ পৃষ্ঠার বই বের করছি। নজরুলে সেরা গল্প, গান ও কবিতা নিয়ে আমরা একটি বই বের করছি। তার ১২৫তম জন্মদিনে প্রত্যেক বইয়ের ইংরেজি ভার্সন প্রকাশ করে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেব।”

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শুদ্ধ সুর ও বাণীতে গীত ১২৫টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা