× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩০ পিএম

ইশরাত নিশাত নাট্য পুরস্কারে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রবা ফটো।

ইশরাত নিশাত নাট্য পুরস্কারে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। প্রবা ফটো।

বাংলাদেশে প্রবর্তিত প্রথম প্রতিযোগিতামূলক নাট্যপুরস্কার ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার-২০২৩’ এ মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ৯ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ বছর নির্বাচিত ৩৩টি নাটক মূল্যায়ন করে মোট ৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। গত বছর ক্যাটাগরির সংখ্যা ছিল ৮টি। নাট্যকর্মীদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এ বছর যুক্ত হওয়া ক্যাটাগরিটি হচ্ছে শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক।

প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার টাকা এবং সঙ্গে একটি ক্রেস্ট ও সার্টিফিকেট থাকবে। শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারের আর্থিক মূল্য ১ লক্ষ টাকা।

মনোনয়ন তালিকা :

শ্রেষ্ঠ প্রযোজনা- নাট্যদল প্রাচ্যনাটের ‘অচলায়তন’, তাড়ুয়ার ‘আদম সুরত’, আরশিনগরের ‘সিদ্ধার্থ’।

শ্রেষ্ঠ নির্দেশক- আবুল কালাম আজাদ, বাকার বকুল, রেজা আরিফ।

শ্রেষ্ঠ নাট্যকার- বাকার বকুল, মুক্তনীল, শাহাদুজ্জামান।

শ্রেষ্ঠ অভিনেতা- খায়রুল আলম হিমু, প্রদ্যুৎ কুমার ঘোষ, রমিজ রাজু।

শ্রেষ্ঠ অভিনেত্রী- ফৌজিয়া করিম অনু, সঞ্জিতা শারসীন, সানজিদা প্রীতি।

শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক- আহম্মেদ অপু, চারু পিন্টু, মো. সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ আলোক পরিকল্পক- অনিক কুমার, মো. সাইফুল ইসলাম, হেনরি সেন।

শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক- জনি সেন রুবেল, নীল কামরুল, সমুদ্র প্রবাল। 

শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক- আফসান আনোয়ার, এনাম তারা সাকি, জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসা।

মঞ্চকন্যা ইশরাত নিশাতের স্মরণে ২০২২ সালে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়। জীবদ্দশায় নানা সাংস্কৃতিক আন্দোলনে সরব থাকতে দেখা গেছে ইশরাত নিশাতকে। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২০ জানুয়ারি মারা যান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা