× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় কবি সম্মেলনের শেষদিনে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে লেখক চক্র পুরস্কার প্রদান

বগুড়া অফিস

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮ পিএম

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রবা ফটো

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রবা ফটো

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়। 

পুরস্কার পর্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব কবি আসাদ মান্নান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক ছিলেন সাবেক সচিব কবি আমিনুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের র্নিবাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, সাবেক রাষ্ট্রদূত কথাসাহিত্যিক ইকতিয়ার চোধুরী, কবি মাকিদ হায়দার, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের উপসচিব কবি ও কথাসাহিত্যি মানজুর মুহম্মদ এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আমজাদ হোসেন মিন্টু। 

সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। এ বছর পুরস্কার পাওয়া পাঁচজন বিশিষ্ট ব্যক্তি হলেন কবিতায় তুষার কবির, কথাসাহিত্যে আকিমুন রহমান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘অগ্নিশিখা’ সম্পাদক সুমন বনিক, প্রকাশনায় অনুপ্রাণন সম্পাদক আবু এম ইউসুফ এবং সাংবাদিকতায় মিলন রহমান। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। তাদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি কবি আসাদ মান্নান। 

এর আগে দিনের শুরুতেই আলোচনার বিষয় ছিল ‘কথাসাহিত্যে আঞ্চলিকতা, আঞ্চলিকতার কথাসাহিত্য’। এ পর্বে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক মনি হায়দার। কথাসাহিত্যিক রাজা সহিদুল আসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, নাহিদা আশরাফী, মোখলেছ মুকুল, আয়েশা খাতুন, ফারহানা রহমান এবং আব্দুর রাজ্জাক বকুল। এরপর স্বরচিত কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি ফরিদ আহমদ দুলাল এবং সঞ্চালনা করেন কবি সুনীল শৈশব। স্বরচিত কবিতা পাঠ করেন- আসাদ মান্নান, নজমুল হেলাল, মোসতাফা আনসারী, মাহবুবা লাভীন, গোলাম মোস্তফা, আলমগীর মালেক বিথী মজিদা, শামীম হোসেন, শিবলী মোকতাদির, মাহমুদ হোসেন পিন্টু, হাসিদা মুন, পারভীন শাহনাজ, আরিন্দম মাহমুদ, মউ সুমাত্রা, ওয়ায়েজ রেজা, সিকতা কাজল, আমির খসরু সেলিম, সাফওয়ান আমিন, শাহাদত হোসেন, মাহমুদ কাওছার, প্রিয়ম পলাশ, জীবন সাহা প্রমুখ। বিকালে স্মরণপর্ব, লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা এবং তরুণ কবিদের আলোচনা  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কবি আদিত্য আনাম, হিরণ্য হারুন, ইয়ার খান, শৈবাল নূর, হোসেন রওশন, সন্ন্যাসী আরণ্যক, মোহাম্মদ নাসির, মারুফ আহমেদ নয়ন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশিকার নাটক ‘বীর পিয়ার চাঁদ’ মঞ্চস্থ করা হয়। নাটকটি রচনা করেছেন কুমার প্রীতিশ বল, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দুই দিনব্যাপী কবি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা