× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশদির এক চোখ ও এক হাত নষ্ট হয়ে গেছে : এজেন্ট

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ২০:৪৬ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ২১:০৩ পিএম

ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। ছবি : সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই মাস আগে ছুরি হামলার শিকার হওয়ার পর লেখক সালমান রুশদির এক চোখ নষ্ট হয়েছে। এ ছাড়া তার এক হাতও পক্ষাঘাতগ্রস্ত হয়ে কার্যক্ষমতা হারিয়েছে। রুশদির বইয়ের এজেন্ট (প্রতিনিধি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি গার্ডিয়ানের  এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

‘স্যাটানিক ভার্সেস’ নামে বই লিখে আশির দশক থেকেই হুমকির মুখে ছিলেন রুশদি। গত ১২ আগস্ট নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনে শৈল্পিক স্বাধীনতার বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ওঠেন এই লেখক।

এ সময় হাদি মাতার নামে এক যুবক তার দিকে দৌড়ে যান। তিনি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘাড়ে ও ধড়ে ছুরিকাঘাত করেন।

ওই সময় থেকে এ পর্যন্ত রুশদির আঘাতের পরিমাণ নিয়ে অস্পষ্টতা ছিল। তবে স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি সেই আক্রমণ কতটা গুরুতর ছিল তা ব্যাখ্যা করেন। তিনি জানান, রুশদির ক্ষতগুলো বেশ গভীর ছিল এবং তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। 

ওয়াইলি বলেন, ‘তার (রুশদি) ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। তার বাহুর স্নায়ু কেটে যাওয়ায় এক হাত অক্ষম হয়ে গেছে এবং তার বুকে ও ধড়ে আরও প্রায় ১৫টি ক্ষত রয়েছে। এটি একটি নৃশংস হামলা ছিল।’

রুশদি এখনও হাসপাতালে আছেন কিনা সেটি বলতে রাজি হননি তিনি।

ভারতীয় বংশোদ্ভূত ও ব্রিটিশ-আমেরিকান নাগরিক সালমান রুশদি ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ১৯৮১ সালে মিডনাইট’স চিলড্রেন বইয়ের জন্য বুকার পুরস্কার জেতেন তিনি। ১৯৮৮ সালে চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য হত্যার হুমকি পাওয়ায় রুশদিকে নয় বছর লুকিয়ে থাকতে হয়েছিল। যুক্তরাজ্যে বসবাসের বেশিরভাগ সময় তাকে সরকারের সুরক্ষা নিয়ে থাকতে হয়েছে।

প্রবা/এমআর/টিই 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা