× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতিবিরোধী গান-নাচে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ২১:০৩ পিএম

দুর্নীতিবিরোধী গান-নাচে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’এই স্লোগানকে ধারণ করে ঘুষ-দুর্নীতিবিরোধী গীতিকাব্য-নাট্যালেখ্য, গান, নাচ, আবৃত্তি ও মিলনমেলার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাংস্কৃতিক পরিবেশনা পর্বে সমাজে বিরাজমান ঘুষ-দুর্নীতি, সিন্ডিকেটবাজি, টেন্ডার বাণিজ্য, লুটপাটতন্ত্রের বিরুদ্ধে উদীচীর শিল্পীরা পরিবেশন করেন তাদের নতুন প্রযোজনা ‘ধর ধর চোর চোর’। 

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) চারুকলা অনুষদের বকুলতলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটির শিল্পীরা। এতে সংগঠনের সাবেক ও বর্তমান শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ। 

উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হয় জাতীয়সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন আবুল বারক আলভী।

আয়োজনে অতিথি ছিলেন উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি, অধ্যাপক কাজী মদিনা। 

উদ্বোধন ঘোষণার পরপরই উদীচীর সংগঠন সংগীত এবং একটি গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে এবং ফুল দিয়ে স্বাগত জানানো হয়। উদ্বোধক শিল্পী আবুল বারক আলভীকে উত্তরীয় পরিয়ে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম।  

উদ্বোধন ঘোষণা, অতিথিদের বরণ এবং সম্মাননা প্রদানের পর ছিল সাবেক ও বর্তমান কর্মীদের মিলনমেলা। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। 

এ পর্বে বক্তব্য দেন শিল্পী আবুল বারক আলভী, শিল্পী আনোয়ার হোসেন, অধ্যাপক কাজী মদিনা এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উদ্বোধনী ও আলোচনা পর্ব সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। 

আলোচনার পর হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বের শুরুতেই বৃন্দ আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। অনুষ্ঠানে আরও পরিবেশন করা হয় একক সংগীত, একক আবৃত্তি। 

সাংস্কৃতিক পরিবেশনা পর্বে শেষ আকর্ষণ ছিল সমাজে বিরাজমান ঘুষ-দুর্নীতি, সিন্ডিকেটবাজি, টেন্ডার বাণিজ্য, লুটপাটতন্ত্রের বিরুদ্ধে উদীচীর নতুন প্রযোজনা ‘ধর ধর চোর চোর’। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম রচিত ও সুরারোপিত এই গীতিকাব্য-নাট্যালেখ্যটি নির্দেশনা দিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে আর সংগীত পরিচালনা করেছেন সুরাইয়া পারভীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা