× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে পুরস্কার জিতল পাঁচ বাংলাদেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ২১:০৯ পিএম

জাপানে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে পুরস্কার জিতল পাঁচ বাংলাদেশি

জাপানের রাজধানী টোকিওতে শিনকিউকু আর্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কিউকো বি হোন তেন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশিরা পাঁচটি পুরস্কার পেয়েছে। চিত্র প্রদর্শনীটির ২৯তম আয়োজনে বাংলাদেশের ১৩ জন শিল্পীসহ ২৫০ জন চিত্রশিল্পীর ৬০৩টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীটি ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার (৫ অক্টোবর)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ অক্টোবর শেষ হয়। এতে ৬৩টি পুরস্কার ঘোষণা করা হয়। ৬৩টি পুরস্কারের মধ্যে পাঁচটি পুরস্কার পায় বাংলাদেশি শিল্পীরা। বাংলাদেশ, নেপাল, মঙ্গোলিয়া, মিয়ানমারের দূতাবাসের অতিথিরা সেখানে উপস্থিত ছিলেন। 

প্রদর্শনীতে বাংলাদেশের যে ১৩ জন শিল্পী অংশ নেন তারা হলেনআবদুস শাকুর শাহ, গুরু আবুল খায়ের, মনিরুজামান মনির, জহির আহমেদ, এফ আর ভূটান, লিয়াকত আলী, টাইগার নাজির, ইনান, জহির উদ্দিন নিউটন, রবিন রাপ্পা, সজল সূত্রধর, চারকোল গ্যালারি বিডির কর্ণধার ও কিউরেটর শারমিন রহমান খান ও সালমান হোসাইন। 

পুরস্কার পাওয়া পাঁচ বাংলাদেশির মধ্যে শিল্পী শারমিন রহমান খান একজন। তার চিত্রকর্ম পুরস্কৃত হয়। 

তিনি বলেন, ‘’এই প্রদর্শনীতে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। জাপানে এত বড় বড় শিল্পীদের সঙ্গে আমার চিত্রকর্মটি প্রদর্শিত হয়েছে, তাতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার চিত্রকর্মটি ছিল রবীন্দ্রনাথের শিরোনাম ’তুমি রবে নিরবে’। এই চিত্রকর্ম তাদের ভালো লেগেছে। আমি পুরস্কৃত হয়েছি এটা আমার বড় অর্জন। চিরকৃতজ্ঞ শিনকিউকু আর্ট অ্যাসোসিয়েশনের সবার প্রতি।’’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা