× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ অক্টোবর শুরু গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৭:০৮ পিএম

শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতারুজ্জামান। প্রবা ফটো

শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতারুজ্জামান। প্রবা ফটো

শুক্রবার (৬ অক্টোবর) শুরু হচ্ছে দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের চার হাজারেরও বেশি সংস্কৃতিকর্মী অংশ নেবেন। ভেন্যু রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতি। ১২ দিনব্যাপী এ উৎসব চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এদিন সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

বুধবার (৩ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতারুজ্জামান। 

৬ অক্টোবর উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে থিয়েটার প্রযোজনা ‘মেরাজ ফকিরের মা’, পরীক্ষণ থিয়েটার হলে বাতিঘর প্রযোজিত নাটক ‘ভগবান পালিয়ে গেছে’, স্টুডিও থিয়েটার হলে একতা নাট্যগোষ্ঠীর ‘১৯৭১’ নাটকটি মঞ্চস্থ হবে। 

আখতারুজ্জামান বলেন, ‘গত ১১ বছর ধরে বাংলাদেশ-ভারতের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়েই মূলত গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব হয়ে আসছে। মৌলবাদের উত্থান ঠেকাতে, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বীরযোদ্ধার মতো বরাবরই সম্মুখযোদ্ধা এ দেশের সংস্কৃতিকর্মীরা। যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে, সামাজিক অনাচারের বিরুদ্ধেও সংস্কৃতিকর্মীরা রাস্তায় নেমেছেন, মানবিকতার পাশে থেকেছে অকুতোভয় সৈনিকের মতো। সবশেষে আমরা আবারও মেতে উঠি আমাদের শিল্পসৃষ্টির উন্মাদনায়, আমাদের নবনব সৃষ্টির উল্লাসে। সংস্কৃতির এ মহাশক্তিকে আরো একবার বিপুল জনগোষ্ঠীর সম্মুখে উপস্থাপনের লক্ষে আবারও আয়োজিত হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।’

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন।

মঞ্চনাটকের পাশাপাশি থাকবে, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, নৃত্যনাট্য এবং পথনাটক প্রদর্শনী। উৎসবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনার পাশাপাশি শিশু কিশোর সংগঠনগুলোর নানা পরিবেশনাও থাকবে। জাতীয় নাট্যশালার সামনে উৎসবের মুক্ত মঞ্চ নির্মিত হয়েছে৷ ওই মঞ্চে প্রতিদিন বিকালে গান, কবিতা ও নৃত্যের আয়োজন থাকবে।

এবার অনলাইনে মঞ্চনাটকের অগ্রিম টিকিট www.bdeticket.com-এ পাওয়া যাবে। এ ছাড়া টিকিট প্রতিদিন বিকাল ৪টা থেকে হল কাউন্টারে পাওয়া যাবে।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ জানান, উৎসবের প্রাথমিক বাজেট ৩৬ লাখ টাকা। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় দিচ্ছে ২০ লাখ টাকা ও সাউথইস্ট ব্যাংক দিচ্ছে ৫ লাখ টাকা। কুড়িগ্রামের নাগেশ্বরীর স্বভাব কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ বার্তা প্রদর্শিত হবে উৎসবের মূল মঞ্চে বলেও জানান তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা