× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য হুমকি : গোলাম কুদ্দুছ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৯ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৯ এএম

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান। প্রবা ফটো

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান। প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে সারা দেশে একযোগে গান, নাচ আবৃত্তি, নাটক ও ডকুমেন্টারি পরিবেশনা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে এই কর্মসূচির সূচনা পর্বের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়।   

গোলাম কুদ্দুছ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি তো নয়ই, এমনকি গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ। সংস্কৃতি চর্চার জন্যও হুমকিস্বরূপ। তাহলে কেন আমরা নিরপেক্ষ সরকার চাইব, কোনো যুক্তি আছে কি? আমাদের স্পষ্ট কথা আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না।’ 

তিনি বলেন, ‘আমরা মনে করি, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, আমরা তার পক্ষে। আমরা লক্ষ্য করছি দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এটি শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয় বরং এটি আদর্শিক বাংলাদেশকে পরিবর্তিত করে দেওয়ার ষড়যন্ত্র। তারা আজকে মানবাধিকারের কথা বলছে। কিন্তু কারা মানবাধিকারের কথা বলছে- যারা এদেশে গণহত্যা করেছে। তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করার জন্য।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ ও সাংগঠনিক সম্পাদক  আজহারুল হক আজাদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা