× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রক্ষণশীলতার দুর্গ ভেঙে প্রগতির পতাকা উড়িয়েছেন সুফিয়া কামাল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ০১:০৯ এএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১২:৩১ পিএম

মঙ্গলবার বাংলা একাডেমিতে বরেণ্য কবি, লেখক ও নারী আন্দোলনের পুরোধা বেগম সুফিয়া কামালের জন্মদিন পালন। প্রবা ফটো

মঙ্গলবার বাংলা একাডেমিতে বরেণ্য কবি, লেখক ও নারী আন্দোলনের পুরোধা বেগম সুফিয়া কামালের জন্মদিন পালন। প্রবা ফটো

রক্ষণশীলতার দুর্গ ভেঙে সুফিয়া কামাল প্রগতির পতাকা উড়িয়েছেন বলে মন্তব্য করেছেন তার মেয়ে ও বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, সুফিয়া কামাল ব্যক্তিগত জীবনের শোক-দুঃখ-কষ্ট অতিক্রম করে দেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ করে গেছেন। এই কাজে তার কোনো বিরতি ছিল না, অবসর ছিল না। তিনি রক্ষণশীলতার দুর্গ ভেঙেছেন, প্রগতির পতাকা উড়িয়েছেন এবং জোর গলায় বলতে চেয়েছেন ‘নিঃশ্বাস নিঃশেষ হোক পুষ্প বিকাশের প্রয়োজনে’। 

মঙ্গলবার (২০ জুন) সকালে বাংলা একাডেমিতে বরেণ্য কবি, লেখক ও নারী আন্দোলনের পুরোধা বেগম সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে একক বক্তৃতা প্রদান করেন সুলতানা কামাল। স্বাগত বক্তব্য দেন একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব মোখলেছুর রহমান আকন্দ। 

হাসনা জাহান খানম বলেন, সুফিয়া কামাল আমৃত্যু নারী অধিকার, মানবসাম্য এবং আধুনিক সমাজ ও স্বদেশ প্রতিষ্ঠার আন্দোলন করে গেছেন। 

মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুফিয়া কামালের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। নারী অধিকার এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় তার লড়াই আমাদের চিরকালীন অনুপ্রেরণার উৎস।

সেলিনা হোসেন বলেন, কবি সুফিয়া কামাল কবিতা ও কর্মিতায় এক কোমল-কঠোর নাম। সুফিয়া কামালের কবিতা যেমন মানব-অনুভবের কোমল মহাদেশকে স্পর্শ করে তেমনি তার নারী আন্দোলন, কুসংস্কারবিরোধী অবস্থান এবং মানবমুক্তির আবাহন কঠোর সত্যের বার্তাবহ। 

মহিলা পরিষদের আয়োজন : এদিন বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মহিলা পরিষদ আয়োজিত এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকীতে ‘সুফিয়া কামাল ও তরুণ প্রজন্ম’ বিষয়ক স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে সুফিয়া কামাল সম্মাননা দেওয়া হয়। এতে স্মারক বক্তৃতা দেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর জাহীদ রেজা নূর।

ফওজিয়া মোসলেম বলেন, তরুণ সমাজ কীভাবে মানবতাকে গ্রহণ করবে সেটা কবি সুফিয়া অনেক আগেই বলে গেছেন। আমাদের সময় আমরা সুফিয়া কামালসহ আরও অনেকের সান্নিধ্য পেয়েছি। আমরা এমন সময় জন্মেছিলাম সে সময় যাদেরকে পেয়েছি এমন পথ দেখানো মানুষগুলোর এখন অভাব। এ সময় তরুণ সমাজের জন্য এমন মানুষের অভাব। এ সংকটাপন্ন অবস্থাতেই তরুণ সমাজকে মানবতা বোধসম্পন্ন হয়ে তৈরি হতে হবে।

ডা. সামন্তলাল সেন বলেন, 'এ সম্মাননা আমার জীবনে শ্রেষ্ঠ সম্মাননা।'


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা