× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শালুক সাহিত্য পুরস্কারজয়ীদের সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ০০:১৮ এএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১১:৩০ এএম

রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে ‘শালুক’ প্রবর্তিত সাহিত্য পুরস্কারজয়ী কবি ও কথাসাহিত্যিকদের সভা। প্রবা ফটো

রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে ‘শালুক’ প্রবর্তিত সাহিত্য পুরস্কারজয়ী কবি ও কথাসাহিত্যিকদের সভা। প্রবা ফটো

সাহিত্যের ছোট কাগজ ‘শালুক’ প্রবর্তিত সাহিত্য পুরস্কারজয়ী কবি ও কথাসাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে এ সভা হয়। এতে অংশ নেন শালুক সম্মাননা পাওয়া কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি জিললুর রহমান ও কিন্নর রায়। তাদের সঙ্গে যুক্ত হন প্রবীণ কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভা সঞ্চালনা করেন শালুক সম্পাদক ওবায়েদ আকাশ। বেশ কয়েকজন স্বনামধন্য কবি-সাহিত্যিক অতিথি আলোচক হিসেবে সভায় বক্তব্য দেন।

কবি ও কথাসাহিত্যিকদের আলোচনায় সমসাময়িক কবিতা ও কথাসাহিত্যে চলমান প্রেক্ষাপট কীভাবে উপজীব্য হয়ে ওঠে, সে প্রসঙ্গটি উঠে আসে। তারা বলেন, সরব হওয়ার বিপরীতে কবি ও সাহিত্যিকদের নির্বিকতাও সমাজকে গভীরভাবে প্রভাবিত কবে। তবে লেখকরা বাস্তবে যে জীবন অতিবাহিত করেন বা সমসাময়িক যে চিন্তা করেন, তা সাহিত্যে পুরোদস্তুর ফুটিয়ে তুলতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হন বলে অকপটে স্বীকার করে নেন তারা।

আলোচকরা বলেন, লেখনীর উপাদান হিসেবে প্রতিদিনকার খবরের কাগজ থেকে রসদ খুঁজে নেন কবি ও সাহিত্যিকরা। দিনের আলোচিত ঘটনাগুলো পারস্পরিক যোগসূত্রে ছোটগল্প বা বৃহৎ কোনো উপন্যাসের প্লট হয়ে ওঠে।

আলোচনায় যুক্ত হয়ে অতিথি কথাসাহিত্যিকরা বলেন, অর্থবিত্তে মোহান্বিত না হয়ে শালুক সাহিত্য পুরস্কারজয়ী লেখকরা নিভৃতে যে সাহিত্য রচনা করে চলেছেন, তা ব্যতিক্রমী প্রভাব ফেলছে বাংলার কথাসাহিত্যে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা