× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে : মেয়র তাপস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৬:১১ পিএম

ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রবা ফটো

ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রবা ফটো

ধাপে ধাপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঐতিহ্যেবাহী একটি স্থাপনার সংস্কার কাজ শুরু করেছে। এ ছাড়া আমরা লালকুঠিতেও সংস্কার শুরু করেছি। সুতরাং ধাপে-ধাপে আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলোকে সংস্কার, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করব। যাতে করে বহির্বিশ্বের পর্যটকরা এসে ঢাকাকে বুঝতে পারে, জানতে পারে এবং শিখতে পারে।’

বুধবার (২৪ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহারে ঢাকার ঐতিহ্যগুলোকে ধারণ করার কথা বলেছিলাম। শুধু দেশবাসী না, বহির্বিশ্বের কাছে এসব তুলে ধরতে হবে। আমরা ধাপে ধাপে ঢাকার ঐতিহ্যের স্থাপনাগুলোকে সংস্কার ও সংরক্ষণের চেষ্টা করছি। তারই একটি শুভ সূচনা আজকে আমরা করতে পারছি।’

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন এ সময় বলেন, ‘ঢাকার ঐতিহ্য সংরক্ষণে দক্ষিণ সিটি করপোরেশন যে উদ্যোগগুলো নিয়েছে তা অত্যন্ত সময়োচিত। কারণ এই ঢাকা কেবলমাত্র রাজধানী হিসেবেই নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। ৪০০ বছরের ইতিহাস রয়েছে। এই ইতিহাসের সঙ্গে অনেক কিছু জড়িত। ‘৬২ সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় এখানে মিলিটারি এসে রেইড দিয়েছিল, যাতে করে আমরা অগ্রসর হতে না পারি। এখানেই মিলিটারিদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়েছিল। এ ছাড়াও এখানে ঐতিহাসিক তিন নেতার মাজার রয়েছে।‘


তিনি আরও বলেন, ‘মুনতাসির মামুন ঢাকা নিয়ে বহু কাজ করেছেন। তার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই ঢাকার পুরনো ঐতিহ্যগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসব। এর ফলে ঢাকার ঐতিহ্য ফিরে আসবে এবং ঢাকাবাসী আরও উপকৃত হবে।’ 

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘আমরা গত ৫০ বছর ধরে চেষ্টা করছি ঢাকার ঐতিহ্যকে রক্ষা করতে। আজকে খুবই আনন্দের দিন যে, ঢাকার ঐতিহাসিক কীর্তিগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।‘

নিজের জন্মদিনে ঢাকা ফটকের সংস্কার কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘দুই সপ্তাহ আগে আমরা ঢাকেশ্বরী থেকে লালবাগ এলাকায় সরেজমিনে গিয়েছি। নর্থব্রুক হলের কাজ শুরু হয়েছে। আজকে ঐতিহাসিক ঢাকা গেট তথা রমনা গেটের সংস্কার কাজ শুরু হয়েছে। এই উদ্বোধনের মাধ্যমে ৫০ বছর পরে ঐতিহ্য রক্ষার আন্দোলন সফল হতে যাচ্ছে।‘

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ও সংরক্ষিত নারী কাউন্সিলর নারগীস মাহতাব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা