× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পকলায় অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আর্ট ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৯:৩৭ পিএম

আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন একজন শিল্পী : প্রবা ফটো

আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন একজন শিল্পী : প্রবা ফটো

শিল্পকলা একাডেমিতে ‘ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অব বাংলাদেশ’ বা বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে আর্ট ক্যাম্প। এতে অংশ নেন অর্ধশতাধিক চিত্রশিল্পী।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় অনুষ্ঠিত এ আর্টক্যাম্পের সমন্বয়কের দায়িত্ব পালন করেন খ্যাতনামা শিল্পী নাসিম আহমেদ নাদভী।

আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাশেম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। আলোচনায় অংশ নেন একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ।

ময়মনসিংহ গীতিকা, রায়বেঁশে, পুঁথিপাঠ, সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে শিল্পীর ক্যানভাসে ফুটে ওঠা আবহমান বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্য কাঠের ঘোড়া, নকশীকাঁথা, পটচিত্র, যাত্রা ইত্যাদি স্থান পায় ক্যাম্পো। শিল্পীদের মধ্যে কেউ কেউ আবার নগরজীবনের নানা পার্বণের উৎসবমুখরতার ছবিও আঁকেন।

আর্ট ক্যাম্পে শিল্পী গুলশান হোসেনের ক্যানভাসে উদ্ভাসিত হয় নকশীকাঁথার মোটিফ। সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাঠের তৈরি ঘোড়ার পুতুলকে বিষয় করে ছবি এঁকেছেন সামিনা নাফিজ। ধামরাইয়ের কাঁসাশিল্পের নকশা অনুসরণে শিল্পকর্ম সৃজন করেছেন সাদেক আহমেদ।

পটচিত্রের আঙ্গিকে আপন ক্যানভাস সাজিয়েছেন সৈয়দা মাহবুবা করিম। বিষয় হিসেবে মঙ্গল শোভাযাত্রাকে চিত্রপটে মেলে ধরেন কীরিটি রঞ্জন বিশ্বাস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা