× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মবোধন জাগরণের সুরবাণীতে নববর্ষকে স্বাগত জানাবে ছায়ানট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৭:৪৬ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ২০:৩৮ পিএম

রাজধানীর রমনা উদ্যানের বটমূলে পয়লা বৈশাখে ছায়ানটের প্রভাতী আয়োজনের বিস্তারিত জানাতে ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রবা ফটো

রাজধানীর রমনা উদ্যানের বটমূলে পয়লা বৈশাখে ছায়ানটের প্রভাতী আয়োজনের বিস্তারিত জানাতে ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রবা ফটো

মানবপ্রেম, দেশপ্রেম ও আত্মবোধন জাগরণের সুরবাণীতে বাংলা নববর্ষ ১৪৩০ কে স্বাগত জানাবে ছায়ানট। সোমবার (১০ এপ্রিল) বিকালে ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

রাজধানীর রমনা উদ্যানের বটমূলে পয়লা বৈশাখে ছায়ানটের প্রভাতী আয়োজনের বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছায়ানটের সহসভাপতি আতিউর রহমান, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা ও যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লাইসা আহমদ লিসা জানান, এবারের ছায়ানটের গোটা অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে।

তিনি জানান, বর্ষবরণ সার্থক করতে আন্তরিক নিষ্ঠায় মাস দুয়েক আগে থেকেই গান তোলা আর গলা মেলানোর কাজে নেমেছে শতাধিক শিল্পী।

রমনা উদ্যানের প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলেও (www.chhayanaut.com/digitalplatformchhayanaut )। 

বরাবরের মতোই নতুন বাংলা বছরকে বরণ করতে এই আয়োজনে অক্লান্ত সেবা দিয়ে চলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত অধিদপ্তর। এই অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের যেন সৃষ্টি না হয়, সেদিকে সর্বদা সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যেই তৈরি হয়ে গেছে শিল্পীকর্মীদের ধারণ করতে সমর্থ মঞ্চও।

লাইসা আহমদ লিসা বলেন, ‘আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলবার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফেরাবে। পরম বিশ্বাসে বলবে, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে নারে। সার্থক হবেই হবে, মানুষ, দেশ, এ পৃথিবীকে ভালোবেসে চলার মন্ত্র। শুভ কর্মপথে আঁধার কাটিয়ে আলোর সন্ধানে সুদিনের পথে চলব আমরা, বাঙালিকে বলব, হাল ছেড়ো না।’ 

তিনি আরও বলেন, ‘এবারের নববর্ষের প্রথম প্রভাতে, সত্য-সুন্দরকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান, দূর করো অতীতের সকল আবর্জনা, ধরো নির্ভয় গান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা