× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রখ্যাত ছড়াকার সিরাজুল ফরিদ মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২৩:৪৩ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৪:৩৫ পিএম

ছড়াকার সিরাজুল ফরিদ। সংগৃহীত

ছড়াকার সিরাজুল ফরিদ। সংগৃহীত

বাংলা একাডেমি প্রবর্তিত কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছড়াকার শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ মারা গেছেনবুধবার (২৯ মার্চ) সকাল ৯টা দিকে নারায়ণগঞ্জের রঘুনাথপুরে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর

কেন্দ্রীয় খেলাঘর সূত্রে জানা গেছে, বর্ষীয়ান এই শিশুসাহিত্যিক লিভার ক্যানসারে ভুগছিলেনসিরাজুল ফরিদ ১৯৪৩ সালের ১ অক্টোবর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেনসত্তরের দশকের শুরুতে তার প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক আজাদেসেই থেকে আমৃত্যু তিনি সাহিত্যচর্চা করেছেন

লাগাম টেনে ধর’, ‘আমি রাজা হব না’, ‘পায়রা নাচে সূর্য্য হাসে’, ‘লড়াই গণতন্ত্রের ছড়া’, ‘মুক্তিযুদ্ধ স্বাধীনতার ছড়া, ‘একশ লিমেরিক’ ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়াগ্রন্থলেখালেখির পাশাপাশি সংগঠক হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনিজাতীয় শিশুকিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক ছিলেন টানা কয়েক বছর১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ প্রতিরোধযোদ্ধাদের সম্মুখসারিতে ছিলেন সিরাজুল ফরিদ

১৯৭৮ সালে আবদুল আজীজ, আলতাফ আলী হাসু, ভীষ্মদেব চৌধুরী শিল্পী মানিকদের সাথে সম্মিলিত উদ্যোগে ‘লাশ আমরা রাখবো কোথায়’ শীর্ষক প্রতিবাদী সংকলন প্রকাশের ক্ষেত্রে তিনি বলিষ্ঠ অবদান রেখেছেননব্বয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার সম্পাদনায় প্রকাশিত হয় ‘ডিগবাজী জেনারেল’ শিরোনামের আরেকটি সংকলনসংকলন দুটি বাংলাদেশের প্রতিবাদী সংকলনের ইতিহাসে অমর হয়ে থাকবে

বুধবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের রঘুনাথপুরে নিজ বাসভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়এরপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সালুয়াদী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়ছড়াকার, শিশুসাহিত্যিক, সংগঠক সাংস্কৃতিক আন্দোলনের সম্মুখযোদ্ধা সিরাজুল ফরিদ ছিলেন সরল সৎ ব্যক্তিত্বের অধিকারীমৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা