× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯ ব্যক্তি, ২ প্রতিষ্ঠান পাচ্ছে একুশে পদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম

একুশে পদক। ছবি : সংগৃহীত

একুশে পদক। ছবি : সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর ১৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ দিচ্ছে সরকার। 

রবিবার (১২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ভাষা আন্দোলনে অবদান রাখায় খালেদ মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান পাচ্ছেন একুশে পদক। 

এ ছাড়া শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান, শিমুল ইউসুফ; সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর); আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়; শিল্পকলায় নওয়াজীশ আলী খান; চিত্রকলায় কনক চাঁপা চাকমা পাচ্ছেন এ পদক। 

মুক্তিযুদ্ধে অবদান রাখায় মমতাজ উদ্দীন (মরণোত্তর); সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর); গবেষণায় ড. মো. আবদুল মজিদ; শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এই পদকের জন্য মনোনীত হয়েছে। 

রাজনীতিতে চলতি বছর এই পদক পাচ্ছেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দন মিয়া (মরণোত্তর)। 

এ ছাড়া ভাষা ও সাহিত্যে পাচ্ছেন ড. মনিরুজ্জামান। 

চলতি বছর সমাজসেবায় একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও সাইদুল হক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা