× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দশকের কবিতা নিয়ে ‘পরস্পর’-এর বছরব্যাপী আলোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৫:০৫ পিএম

তিন দশকের কবিতা নিয়ে ‘পরস্পর’-এর বছরব্যাপী আলোচনা

অনলাইন ম্যাগাজিন ‘পরস্পর’-এর উদ্যোগে ‘তিন দশকের কবিতা’ শিরোনামে একটি অনুষ্ঠান শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে।

রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশ কেন্দ্রে ওইদিন বিকাল সাড়ে ৪টায় হবে আলোচনার প্রথম সেশন। চলবে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত। বছরব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে মোট ১২টি সেশন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ক্রমান্বয়ে পরস্পরে মুদ্রিত হবে।

প্রথম অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি জুয়েল মাজহার, কুমার চক্রবর্তী ও চঞ্চল আশরাফ। সঞ্চালনায় থাকবেন সোহেল হাসান গালিব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সেঁজুতি জাহান।

পরস্পরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার এক দশক পর বাংলাদেশের কবিতার যে বাঁকবদল, নতুন কবিতার যে ধারা তার বহুমুখী পর্যালোচনার মধ্য দিয়ে শিল্পসাহিত্য সম্পর্কে পাঠকসমাজের কৌতূহলী মন তৈরিতে ভূমিকা রাখতে সচেষ্ট পরস্পর। কীভাবে স্লোগানমুখী, বক্তব্যনির্ভর সরলরৈখিক বয়ান থেকে বহুলার্থময়, ইঙ্গিতপূর্ণ কবিতার দিকে সরে এলেন কবিরা, সে সম্পর্কে আজকের পাঠকদের চিন্তাসূত্র ধরিয়ে দেওয়াই এ সিরিজ আলোচনার মূল উদ্দেশ্য।

এক বছর মেয়াদি সেশনগুলোয় আশি, নব্বই ও প্রথম দশকের কবিরা অংশগ্রহণ করবেন, থাকবেন শিক্ষাবিদরাও।

ঢাকা শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠেয় সেশনগুলো ফেসবুকে লাইভে সম্প্রচার হবে। প্রতিটি অনুষ্ঠানে থাকবে দর্শকের সঙ্গে আলোচকের প্রশ্নোত্তর পর্ব। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বইমেলার কারণে কোনো সেশন হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা