× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশ সন্ত্রাসমুক্ত থাকে’

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫২ পিএম

‘সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশ সন্ত্রাসমুক্ত থাকে’

সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত থাকে বলে মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

তিনি বলেন, কবিতা তারাই লিখতে পারেন যারা জীবনের চলার গতিতে জীবনকে আবিষ্কার করেন।

রবিবার (১৫ জানুয়ারি) সাহিত্য সংগঠন শব্দশর-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘শুদ্ধস্বরে-শব্দশর’ স্লোগানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলনে দেশ-বিদেশের ৩ শতাধিক কবি-সাহিত্যিক, গবেষক, গুণিজন ও ছড়াকার অংশ নেন।

জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদের স্মরণে মিনারে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মমতাজ উদ্দিন।

স্বরচিত কবিতা পাঠ, শব্দশর সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন, সাহিত্য সম্মাননা ও স্মারক প্রদান, আলোচনা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ড. তারেক রেজা, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার খোদা এলাহি।

শব্দশরের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে ভারতীয় কবি নিখিলেশ রায়, কবি দিলিপ রায়, করি নিশিকান্ত সিনহা, কবি পার্থসারথি ঝা, কবি বিশ্বনাথ লাহা, সেতারশিল্পী শ্রীমতী শিখা নাথ, কবি ও ছড়াকার অধ্যাপক জলিল আহমেদ, কবি ও গবেষক বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকি, ঔপন্যাসিক লায়লা চৌধুরী, শব্দশরের সাধারণ সম্পাদক কবি প্রফেসর লাল মিঞা বক্তব্য দেন।

সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কবি ও গবেষক ড. মাসুদুল হক, কবি আব্দুল জলিল, ঔপন্যাসিক লায়লা চৌধুরী, ছড়াকার বাসব রায়সহ পাঁচজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা