× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ দেশের শিল্পীদের নিয়ে হবে পারফরম্যান্স আর্ট ‘বহু+মাত্রিক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ২১:৩৩ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ২১:৫৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার চারুকলার অন্যতম আসর এশিয়ান আর্ট বিয়েনালের মূল আয়োজন শুরু হতে এখনও আটদিন বাকি। এর আগেই বাংলাদেশে এসেছেন চিলি, কঙ্গো, নেদারল্যান্ড, কোরিয়া, মেক্সিকো ও জাপানসহ আট দেশের ৫১ শিল্পী।  

বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি এদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী পারফরম্যান্স আর্ট প্রদর্শনী ‘বহু+মাত্রিক’।

এদিন সকাল ১১টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে পারফরম্যান্স আর্ট ‘বহু+মাত্রিক’-এর উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বিজ্ঞান অনুষদ, কার্জন হল, চারুকলা অনুষদ, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, সদরঘাট, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক এবং রমনা পার্ক এলাকাতেও এই পারফরম্যান্স আর্টের প্রদর্শনী হবে।

বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের শিল্পীরা হলেনগোলাম রব্বানী, রনি মিয়া, মোহাম্মদ আসিফ মাহমুদ, মো. আকবর হোসেন, আপন চন্দ্র রায়, সাদিয়া ইসলাম বৃষ্টি, মিরা সুলতানা স্মৃতি, অস্পৃশ্য রানী দাস, উম্মে আতিয়া আলো, সুমাইয়া আক্তার, মাহফুজা খানম, সৈয়দা লামিয়া মহিউদ্দিন, ফারিয়া আমরিন লাবনী, তাসনুর আক্তার ও তানভীর রিদম। 

পারফরম্যান্স আর্টে অংশ নেবেন চিলির গ্যানজ্যালোরা বানাল, কঙ্গোর আইচা মুটিবা মাকানা, নেদারল্যান্ডের জোল্যান্ডাজ্যান সেন, কোরিয়ার জিম গোয়াংচিওল, চিলির মিলা বেরিও সপাল ওমিনো, মেক্সিকোর কনগে লাডা ডেউবা এবং জাপানের রিকো সিমিজু। 

বেতার-মঞ্চ-দূরদর্শন-চলচ্চিত্র-চারুকলা প্রভৃতি শিল্পমাধ্যমের মতোই পারফরম্যান্স আর্ট একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। পেইন্টারের ক্যানভাস যেমন তার চিত্র আঁকার ক্ষেত্র, তেমনি পারফরম্যান্স আর্টিস্টের দেহই মূলত তার সৃজনক্ষেত্র। দৈহিক সীমাবদ্ধতাকে মানসিক চিন্তার বিশালতায় ছেয়ে দিয়ে শিল্পী তার কাজটি সম্পন্ন করেন। যেকোনো স্থান বা সময়কে ব্যবহার করে দর্শকদের মনোজগৎকে নাড়িয়ে দিতে কল্পনার ঝড় তোলা এই শিল্পের অনন্য বৈশিষ্ট্য। দৈহিক উপস্থাপনায় সত্যের অনুসন্ধান পারফরম্যান্স আর্টের মর্মকথা।

আগামী ৮ ডিসেম্বর মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-এর এবারের আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রদর্শনীতে ১১৪ দেশের অংশগ্রহণে চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক্স ডিজাইন, আলোকচিত্র, স্থাপনা শিল্প, নিউমিডিয়া আর্ট, পারফরম্যান্স আর্টসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম উপস্থাপিত এবং প্রদর্শিত হবে।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, ‘পারফরম্যান্স আর্ট : বহু+মাত্রিক’ নিয়ে ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমির আর্ট গ্যালারির পারফরম্যান্স আর্ট ভেন্যুতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা