× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পকলায় মঞ্চায়িত নাটক ‘ক্রীতদাসের কথা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম

মঞ্চস্থ হলো নাটক ‘ক্রীতদাস কথা’। প্রবা ফটো

মঞ্চস্থ হলো নাটক ‘ক্রীতদাস কথা’। প্রবা ফটো

নাটকের দল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চে এনেছে দলটির ১৭তম প্রযোজনার নাটক ‘ক্রীতদাস কথা’। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। 

নাটকটির উদ্বোধন করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে। তারা সাংস্কৃতিক ব্যক্তিত্বের আড়ালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ফ্যাসিবাদের দোসর। যতদিন স্বৈরাচারের এসব দোসররা সাংস্কৃতিক অঙ্গনে থাকবে ততদিন দেশের সাংস্কৃতিক অঙ্গন কলুষিত থাকবে।

প্রাচীন দাস ব্যবস্থার দাস ও সমসাময়িক পুঁজিবাদী ব্যবস্থার শ্রমিকের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। চীনা নাট্যকার লুস্যুনের বিখ্যাত গল্প ‘দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্ল্যাভ’ অবলম্বনে অমল রায়ের অনুবাদ ও নাট্যরূপে নাটকটির নির্দেশনায় ছিলেন শাহীন রহমান।

নাট্যদল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও শাওপেং ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। 

প্রাচীন দাসব্যবস্থা ও সমসাময়িক পুঁজিবাদী অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকা আধুনিক প্রতিষ্ঠানসমূহের শ্রম শোষণকে তুলে ধরা হয়েছে নাটকে। দাস সমাজে দাস মালিক যেমন দাসদের দিয়ে অমানবিক পরিশ্রম করাতো, বর্তমানেও পুঁজিবাদী অর্থনীতি একইরকম শোষণ ও নিপীড়নমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে। আপাত দৃষ্টিতে এসময়ের শ্রমিকদের মুক্ত এবং স্বাধীন মনে হলেও আদতে তারা পুঁজির দাসত্বের বেড়াজালে বন্দি। অন্যপ্রান্তে গুটিকয়েক পুঁজিপতি টাকার পাহাড় গড়ে তুলেছে।  এ ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিকরা মাঝে মধ্যে প্রতিবাদী হয়। কিন্তু থেমে থাকে না, আবার ঘুরে দাঁড়ায়।  ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই মানুষের মুক্তির দিশা মিলে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মফিজুর রহমান লাল্টু, মাহফুজ হাসান, সোহাগ প্রামাণিক, আফিয়া আনজুম, এস এম শুআইব ত্বাসীন, বর্ণিল সপ্তর্ষি, গাজী আলাউদ্দীন, মারজিয়া প্রভা, বনি আমিন মুন্না, আমিরুন নুজহাত মনীষা, রাউফুর রহমান তানিয়াহ মাহমুদা তিন্নি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা