প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ২০:২০ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম
‘রাধারমন লোকসংগীত উৎসব ২০২৪’ এবার উন্মুক্ত মঞ্চে হচ্ছে না। রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত এ উৎসব এবার শুরু হয়েছে তাদের ফেসবুকের অনলাইন পেজে।
অনুষ্ঠানটি শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টা থেকে শুরু হয়েছে। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পী শাহনাজ বেলী, মিতালী রায়, দেওয়ান এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধারমন সাংস্কৃতিক কেন্দ্রর সভাপতি মাহমুদ সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. বিশ্ববজিৎ রায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুমন মুন্না।
সাধারণ সম্পাদক ড. বিশ্ববজিৎ রায় জানান নভেম্বরের ২১, ২২ ও ২৩ তারিখ ‘রাধারমন লোকসংগীত উৎসব ২০২৪’ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে উন্মুক্ত মঞ্চে করা সম্ভব হচ্ছে না। সেকারণে রাধারমন সংস্কৃতিচর্চা কেন্দ্রর ফেসবুকের অনলাইন পেজে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। ১৮ নভেম্বর পর্যন্ত রাধারমন দত্তের গান, ১৯ থেকে ২০ নভেম্বর হাসন রাজার গান, ২১ থেকে ২২ নভেম্বর দুরবীন শাহ্র গান, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আবদুল করিমের গান, ২৬ থেকে ২৭ নভেম্বর জালাল খাঁর গান, ২৮ থেকে ২৯ নভেম্বর উকিল মুন্সীর গান এবং ৩০ নভেম্বর মনমোহন দত্তের গান পরিবেশিত হবে।