প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০০:২২ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭ এএম
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ডাবিং শিল্পী ও কলাকুশলীরা। ছবি : সংগৃহীত
দেশে ডাবিং-শিল্প ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে ডাবিংয়ে আরোপিত ‘কালাকানুন’ বাতিলের দাবি জানিয়েছেন ডাবিং শিল্পী ও কলাকুশলীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, লেখক ও গবেষক সরোয়ার তুষার, অভিনেতা ও নাট্য নির্দেশক দীপক সুমন প্রমুখ।
লিখিত বক্তব্যে নাট্য নির্দেশক দীপক সুমন বলেন, সদ্য বিকাশমান ডাবিং-শিল্পের বিরুদ্ধে ২০১৬ সালে একদল শিল্পী শহীদ মিনারে দাঁড়ান। ফলে তৎকালীন সরকার ডাবিংয়ের সময়সীমা নির্ধারণ করে দেয়। এতে শিল্পীদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালের আগে পর্যন্ত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের প্রতি আসক্তি ছিল। পরে সুলতান সুলেমান প্রচারের পর ভারতীয় চ্যানেলের সেই আগ্রাসন হ্রাস পেতে থাকে। দেশের দর্শক দেশের টিভি চ্যানেলে দেখতে শুরু করেন।
তিনি বলেন, দেশের কিছু শিল্পী ডাবিং বন্ধের আন্দোলন করেন। কন্টেন্ট প্রচারের পর সেটাকে প্রিভিউ করতে বাধ্য করেন। এ নিয়ম চালু হওয়ার পর আরও একটি নিয়ম করা হয়, সেটা হলোÑচ্যানেলে একটির বেশি ডাবিং কন্টেন্ট চালানো যাবে না। দেশের যেসব নাগরিক অন্য ভাষায় যোগাযোগ করতে পারেন না তাদের জন্য ডাবিং একটি বিরাট জানাবোঝার জায়গা ছিল।
তিনি আরও বলেন, কোনো ধরেনের কালাকানুন থাকতে পারবে না যেটা মতপ্রকাশের বাধা তৈরি করে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ অন্য ভাষার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন না, যারা সাহিত্য পড়তে জানেন না। তাদের কাছে অন্য ভাষাগুলো পৌঁছানো যায় ডাবিংয়ের মাধ্যমে। তাদের জন্যও এ শিল্পটাকে টিকিয়ে রাখতে হবে।