× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামের বাণী

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৪:২৩ পিএম

ইসলামের বাণী

আল-কুরআনের বাণী

 

ইয়াতিমদের ধনসম্পদের কাছেও যেও না কেবল তাদের জন্য কোনো উত্তম ব্যবস্থা করার জন্য ছাড়া, যে পর্যন্ত না তারা উপযুক্তভাবে বয়ঃপ্রাপ্ত হয়। ন্যায্যতার সঙ্গে পরিপূর্ণ ও পূর্ণ ওজন দাও। আমি কারও প্রতিই তার সাধ্যের অতীত কাজ/দায়িত্ব অর্পণ করি না। যখন তোমরা কোনো কথা দাও তখন তার প্রতি সুবিচার কোরো, যদি সে আত্মীয়ও হয়। আল্লাহর প্রতি করা অঙ্গীকার পূর্ণ করো। এসবই তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা স্মরণ করো।

Ñসুরা আল-আনআম, ১৫২

 

 

আল-হাদিস থেকে

 

হজরত আবু হুরায়রা (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম (সা.)-এর কাছে গভীর রাত পর্যন্ত দেরি করে। এরপর তার ঘরে গিয়ে দেখে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তার স্ত্রী তার খাবার নিয়ে এলে সে সন্তানদের কারণে কসম করল যে, সে খাবে না। পরে তার ভাবান্তর ঘটল এবং সে খেয়ে নিল। এরপর সে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আসে এবং তাকে উক্ত ঘটনা বলে। রাসুলুল্লাহ (সা.) বললেন, যে ব্যক্তি কোনো বিষয়ে কসম খায়, পরে তার বিপরীতটিকে তা থেকে উত্তম মনে করে, সে যেন তা করে ফেলে এবং নিজের কসমের কাফফারা দেয়।

হাদিস ৪১৩৬

Ñসহিহ মুসলিম শরিফ থেকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা