× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবান মাসের আমল

শাহীন হাসনাত

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৫:৪৬ পিএম

শাবান মাসের আমল

আরবি শাবান মাস শুরু হয়েছে। এ মাসের ১৪তম রাতটি শবেবরাত হিসেবে পালিত হয়। সে হিসেবে বাংলাদেশে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতটি শবেবরাত। শাবান মাসের ফজিলত ও গুরুত্ব অনেক। রমজানের পরিপূর্ণ ফসল আহরণে রজব মাসের পর শাবানের গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কে হজরত আবু বকর বালখি (রহ.) বলেন, ‘রজব হলো বীজ বপনের মাস। আর শাবান ওই বীজে সেচ দেওয়ার মাস। এরপর রমজান হলো বীজ বপন ও সেচ দেওয়ার পর পরিপূর্ণ ফসল (ফায়দা) ওঠানোর মাস।’

ফজিলতময় শবেবরাত ছাড়াও এ মাসে রয়েছে গুরুত্বপূর্ণ চারটি আমল। সেগুলো হলোÑ বেশি বেশি রোজা রাখা, কুরআন মাজিদ তেলাওয়াত, সাধ্যমতো দানসদকা ও তওবা-ইস্তেগফার করা।

হজরত উসামা বিন জায়েদ (রা.) হজরত রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! শাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখি অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি। অর্থাৎ আপনি কেন এ মাসে এত বেশি রোজা রাখেন? হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, এটি এমন একটি মাস যা রজব এবং রমজানের মতো গুরুত্বপূর্ণ দুটি মাসের মধ্যে পড়ে। আর অধিকাংশ মানুষ এ মাসটি সম্পর্কে গাফেল থাকে। অর্থাৎ এ মাসটি সম্পর্কে তারা বেখবর থাকে, উদাসীন থাকে। ফলে তারা ভালো আমল করে না। তারা ভাবে, রমজান তো আছেই।’ Ñসুনানে নাসায়ি

বলা হয়, রমজানজুড়ে ফরজ রোজা পালনে যাতে কারও মাঝে অলসতা কাজ না করে, রোজা যেন সবার জন্য সহজ হয়ে যায় সেজন্য রোজার প্রশিক্ষণ হিসেবে শাবান মাসে রোজা পালন উত্তম কাজ। এ ছাড়া বেশি বেশি কুরআন মাজিদ তেলাওয়াত এবং বেশি বেশি দানসদকা (দান-সহযোগিতা) করাও এ মাসের অন্যতম আমল। উপরোক্ত আমলগুলো বাদে এ মাসে বেশি বেশি তওবা-ইস্তেগফার করা, কৃত গোনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করাও উত্তম আমল। রমজানের রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতলাভের জন্য শাবান মাস থেকেই প্রস্তুতি নিতে বুজুর্গ আলেমরা এসব আমল বেশি বেশি পালন করতেন। তাই মুমিন-মুসলমানের উচিত শাবান মাস জুড়ে ইবাদত-বন্দেগিতে নিয়োজিত থাকা। সেই সঙ্গে এ দোয়া বেশি বেশি করাÑ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাস বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।’ বরকতময় মাস রমজান পেতে নবী কারিম (সা.) আল্লাহর কাছে এ দোয়া বেশি বেশি করতেন।


  • শিক্ষক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা