× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নফল ইবাদতে মেলে আল্লাহর নৈকট্য

তাসকিন জাহান

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৫:৫৬ পিএম

নফল ইবাদতে মেলে আল্লাহর নৈকট্য

নফল শব্দের অর্থ অতিরিক্ত। অর্থাৎ এটি ফরজের মতো আবশ্যক না হওয়া সত্ত্বেও বান্দা পালন করে শুধু নিজের ইচ্ছায়। উদ্দেশ্য দয়াময় আল্লাহর সন্তুষ্টিলাভ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহতায়ালা বলেন, ‘ফরজ ইবাদতের মাধ্যমেই বান্দা আমার সবচেয়ে আপন হয়। নফল ইবাদতগুলো আদায়ের কারণে এটি উত্তরোত্তর বাড়তে থাকে। একপর্যায়ে আমি তাকে প্রিয়দের অন্তর্ভুক্ত করে নিই।’ Ñসহিহ বোখারি : ৬৫০২

পাঁচ ওয়াক্তের ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরে কিছু নফল নামাজ রয়েছে। হাদিসে যেসব নামাজের ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে যেমন এক সাহাবি প্রশ্ন করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কী? উত্তরে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি আল্লাহর জন্য বেশি বেশি সেজদা করবে (বেশি বেশি নফল নামাজ পড়বে); কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটি সেজদা করো তখনই তার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং তোমার একটি পাপ মোচন করেন।’ Ñসহিহ মুসলিম : ১/৩৫৩

নফল নামাজের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তাহাজ্জুদ। কুরআন মাজিদে তাহাজ্জুদ আদায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়। আর আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে।’ Ñসুরা সিজদা : ১৬

হাদিসে নবী কারিম (সা.) বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের (তাহাজ্জুদের) নামাজ।’ Ñসহিহ মুসলিম : ১১৬৩

অনেকেই বলেন নফল ইবাদত গোপনে করা ভালো, এতে ফায়দা অনেক বেশি। তবে নফল ইবাদত প্রকাশ্যে করলেও অসুবিধা নেই। ইরশাদ হয়েছে, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো। আর যদি তা গোপনে করো ও অভাবীকে দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো। আর এর জন্য তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করবেন। তোমরা যা করো, আল্লাহ তো তা জানেন।’ Ñসুরা বাকারা : ২৭১

ফরজ নামাজ যে জামাতে মসজিদে পড়তে হয়, এটা বেশ গুরুত্বপূর্ণ। তবে নফল নামাজের ক্ষেত্রে নিজ ঘর সর্বোত্তম। ফরজ ইবাদত প্রকাশ্যে করা সঙ্গত, যদি না যুক্তিসঙ্গত ও অনিবার্য কোনো কারণ থাকে। যেসব ফরজ প্রকাশ্যে আদায়ের নিয়ম, সেগুলো অবশ্য গোপনে করা যাবে না। যেমন পুরুষকে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফরজ ছাড়া অন্য নামাজ ব্যক্তির নিজ ঘরে আদায় করা উত্তম।’ Ñসহিহ বোখারি

নফল আমল প্রকাশ্যে করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে দান যেমন প্রকাশ্যে করার চেয়ে গোপনে করাই সুন্দর, নফলও তেমনই গোপনে আমল করাই উত্তম। আরেকটি কথা, বর্তমান সময়ে নফল ইবাদতকে নামাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। কিন্তু নামাজ ছাড়া অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রেও নফল আদায়ের সুযোগ রয়েছে।


  • শিক্ষক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা