প্রবা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১১:৫১ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১২:৩৯ পিএম
আল কুরআনের বাণী
তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যা তিনি তোমাদের প্রতি বর্ষণ করেছেন এবং স্মরণ করো তাঁর প্রতি করা অঙ্গীকার (করণীয়সমূহ), যা দ্বারা তিনি তোমাদের আবদ্ধ করেছেন, যখন তোমরা বলেছিলে, ‘আমরা শুনলাম এবং মেনে নিলাম।’ আল্লাহর প্রতি কর্তব্য পালন করো। নিশ্চয়ই! আল্লহ জানেন মানুষের অন্তরে যা আছে।
সুরা আল মায়েদা, ৭
আল হাদিস থেকে
হজরত আবুজর (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেন, তুমি যদি এমন ইমামের অধীনস্থ হয়ে পড়ো, যে উত্তম সময়ে নামাজ না পড়ে বিলম্বে পড়ে, তবে কী করবে? আবুজর বলেনÑ একথা শুনে, আমি জিজ্ঞেস করলাম (হে আল্লাহর রাসুল), এরূপ অবস্থার উদ্ভব হলে আপনি আমাকে কী করতে হুকুম করেন? রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি উত্তম সময়ে নামাজ পড়ে নেবে। এর পরে তাদের সঙ্গে অর্থাৎ ইমামের সঙ্গে জামাতে নামাজ পেলে তাদের সঙ্গেও পড়বে। এটা তোমার জন্য নফল হিসেবে গণ্য হবে।
হাদিস-১৩৩৯