প্রবা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত
আল কুরআনের বাণী
বল, আমি কি আল্লাহ
ছাড়া অন্য কোনো প্রতিপালকের সন্ধান করব, যখন তিনিই সবকিছুর প্রতিপালক? প্রত্যেকেই নিজ
কৃতকর্মের জন্য দায়ী, কেউই অন্যের বোঝা বহন করবে না। এরপর তোমাদের প্রতিপালকের কাছেই
সবার প্রত্যাবর্তন। তিনি তোমাদের জানাবেন কোথায় তোমরা মতবিরোধ করতে।
Ñসুরা আল-আনআম,
১৬৪
আল হাদিস থেকে
হজরত আলী ইবনে
হাতিম (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের প্রত্যেককেই
আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। তা এমনভাবে যে আল্লাহ ও বান্দার মধ্যে কোনো দোভাষী থাকবে
না। সে ডান দিকে তাকালে তার দুনিয়ায় করা যাবতীয় কাজ দেখতে পাবে। আর বাঁ দিকে তাকালেও
সে তার কৃতকর্ম দেখতে পাবে। আর সামনের দিকে তাকালে সে জাহান্নামের আগুন ছাড়া কিছুই
দেখতে পাবে না। যা তার মুখের কাছেই থাকবে। সুতরাং একটুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের
আগুন থেকে নিষ্কৃতি লাভ কর।
হাদিস ২২২৬
Ñসহিহ মুসলিম
থেকে