প্রবা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১১ পিএম
তোমরা যদি ভ্রমণে থাকো এবং কোনো লেখক না পাও, তবে বন্ধকি বস্তু হস্তগত রাখা উচিত। যদি একে অন্যকে বিশ্বাস করো, তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্য পরিশোধ করা এবং স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করা। সাক্ষ্য গোপন কোরো না। যে তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপপূর্ণ। তোমরা যা করো আল্লাহ তা অবহিত।
সুরা আল-বাকারা,
২৮৩
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ওমর ইবনুল খাত্তাব (রা.) আমার নিকট বর্ণনা করেন, খাইবারের যুদ্ধের দিন নবী করিম (সা.) এর কয়েকজন সাহাবি এসে বলল, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। অবশেষে তাঁরা আরও একজন লোকের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, অমুক ব্যক্তিও শহীদ হয়ে গেছেন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, কখনও নয়। সে একখানা চাদর অথবা (বলেছেন) একটি জুব্বা যুদ্ধলব্ধ মাল থেকে আত্মসাৎ করার দরুন আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে দেখতে পেয়েছি। এরপর রাসুলুল্লাহ (সা.) বলেন, ইবনুল খাত্তাব, যাও এবং লোকদের মধ্যে ঘোষণা করে দাও, মুমিন ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, আমি বেরিয়ে (একথা) ঘোষণা করে দিলাম। সাবধান, ঈমানদার লোক ব্যতীত অন্য কেউ জান্নাতে যেতে পারবে না।
হাদিস-২১০
-সহিহ বোখারি
শরিফ থেকে