মাসউদুল কাদির
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:৫২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৯:৫৬ পিএম
সংগৃহীত ছবি
বিনয় মানে সরলতা। বিনয় মানুষকে আলোকিত করে। কথায়, আলোচনায়, ব্যবহারে,
সমাজের সর্বত্র বিনয়াবনতা প্রকাশই পরিশুদ্ধ মানুষের পরিচয়। নিজেকে পবিত্র ও সুন্দর
করার জন্য অবশ্যই ব্যক্তিকে বিনয়ী হতে হবে। সরলতার এই প্রশিক্ষণই আজ কমে গেছে। কমে
গেছে মানুষে মানুষে ভালোবাসা, হৃদ্যতা। সমাজের প্রকৃত সুন্দর মানুষটি বিনয়ী হন। আল্লাহতায়ালা
কুরআনে অনেক বলেছেন, ‘রহমান’-এর বান্দা
তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে,
তখন তারা বলে ‘সালাম’ অর্থাৎ শান্তি
কামনা করে, তর্কে অবতীর্ণ হয় না। সুরা ফুরকান : ৬৩
সুন্দর মানুষ তো এমনই। বিনয়ের সৌন্দর্য দিয়ে মানুষকে কাবু করে ফেলেন।
বিনয়ানুভূতির পরম এই চর্চায় মানুষের হৃদয় জয় করা যায়। সমাজে শান্তিপ্রতিষ্ঠার মূল মন্ত্রই
হলো বিনয়াবনতা। কলুষমুক্ত আত্মাই বিনয়ের বাতিঘর। তাই বিনয়ীকে মহান আল্লাহ নিজের বিশেষ
বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। শান্তির আহ্বায়ক হজরত মুহাম্মদ (সা.) ও তার সঙ্গীদের
বিনয়াবনতা শিখিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আগত সব মানুষের উদ্দেশে নবীজী (সা.) বলেছেন,
‘আল্লাহতায়ালা
আমার প্রতি এই মর্মে বার্তা পাঠিয়েছেন যে, তোমরা বিনয়াবনতা অবলম্বন করবে, কারো সামনে
দাম্ভিকতা প্রদর্শন করবে না এবং কারো ওপর সীমালঙ্ঘন করবে না। (সহিহ মুসলিম)
অহংকারীকে কেউ পছন্দ করে না। সহ্য করতে পারে না। তবে বিনয়ীকে ঠিকই
হৃদয়ে জায়গা করে দিতে পারে মানুষ। তাই পৃথিবীখ্যাত দার্শনিকগণ বলেন, ‘চরিত্রে, মানসিকতায়,
আদর্শে আরও সুন্দর ও আকর্ষণীয় মানুষে পরিণত করতে বিনয়াবনতা অনেক বড় সম্পদ।’ এ সম্পদ লাভের
জন্য বান্দাকে প্রতিমুহূর্তেই প্রশিক্ষণে থাকতে হয়। কারণ, মানুষ অহংকারের কারণে নিজেকে
অন্যের চেয়ে ছোট ভাবতে পারে না। অন্যকে প্রাধান্য দিতে পারে না। অহংকারের আগুনে পুড়তে
থাকে। এই অহংকারে সে কেবল নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, পরিবার, সমাজ ও রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত
হয়। এ জন্যই মহানবী (সা.) বিনয়ীকে সম্মানী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘কেউ যদি আল্লাহকে
সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহতায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেন।’ (সহিহ মুসলিম)
তিরমিজ শরিফের এক হাদিসে পাওয়া যায়, ‘প্রকৃত ঈমানদার সরল ও ভদ্র হয়ে থাকে।’ শান্তিময় একটি দেশের জন্যও কোমল মনা ও বিনয়ী মানুষের প্রয়োজন। প্রয়োজন পরোপকারী একজন বন্ধুর। বিনয়ের আদর্শে উজ্জীবিত একজন মানুষই সত্যসন্ধানী ও পরিশুদ্ধ আত্মা লাভে ধন্য হয়।