প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১১:২৪ এএম
ছবি : সংগৃহীত
হে বার্তাবাহক! যারা অবিশ্বাসের পানে ছুটে যেতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, তাদের জন্য দুঃখ কোরো না। যারা মুখে বলে, ‘আমরা বিশ্বাস করি’ অথচ তাদের অন্তর বিশ্বাস করে না এবং ইহুদিদের মধ্যে যারা তোমার কাছে আসেনি, এরা তেমন কারও পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তি করে মিথ্যা বলার জন্য। তারা তাদের নিজেদের সুবিধামতো শব্দগুলো পরিবর্তন করে নেয় এবং বলে, ‘যদি তোমরা এ নির্দেশ পাও তবে গ্রহণ করে নিও এবং যদি এ নির্দেশ না পাও তবে বিরত থেকো।’ আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান তুমি তাকে আল্লাহর কাছ থেকে রক্ষা করতে পারবে না। এরা তারা যাদের অন্তর পরিচ্ছন্ন রাখতে আল্লাহ ইচ্ছে পোষণ করেন না। তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালে ভয়ংকর শাস্তি।
হজরত আবু হুরায়রা (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, যে লোক আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনয়ন করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানের সমাদর করে। যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই উত্তম কথা বলে নতুবা চুপ থাকে। সে যেন মেহমানের যথাযথ সমাদর করে। আর যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।