ইসলামি স্থাপত্য
সাফওয়ান আল সোয়াদ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ০৯:১৪ এএম
প্রবাজপুর শাহি জামে মসজিদ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা প্রবাজপুর শাহি জামে মসজিদ। মসজিদটি নির্মিত হয় ১৬৯৩ সালে। সম্রাট আওরঙ্গজেবের সময় তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এ মসজিদের নামে লাখেরাজে ৫০ বিঘা জমি দান করেন। জনশ্রুতি আছে, জিনেরা জঙ্গল কেটে পরিষ্কার করে রাতারাতি মসজিদটি তৈরি করেছিল। প্রত্নতত্ত্ববিদদের মতে, ১১০৪ হিজরি, ১৬৯৩ সালের ২৪ মে সম্রাট আওরঙ্গজেব এ এলাকায় তার রক্ষিত মুসলমান সেনাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবাদার প্রবাজ খাঁকে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর তিনি এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন।
মসজিদের বহির্ভাগস্থ আয়তাকারের আয়তন ৪৬ ফুট ৯ ইঞ্চি × ৩৩ ফুট ৯ ইঞ্চি। সম্মুখ দেয়ালে এবং বারান্দার ও মূল কক্ষের মধ্যবর্তী দেয়ালের প্রতিটিতে তিনটি করে ছয়টিসহ মোট ১০টি দরজা ছিল। উত্তর ও দক্ষিণ অংশের চারটি দরজার নিম্নভাগ সম্প্রতি ছোট পাতলা প্রাচীর দ্বারা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদের পশ্চিম দিকের দেয়ালে তিনটি অলংকৃত মেহরাব রয়েছে। মাঝখানের মেহরাবটি প্রচলিত প্রথা অনুযায়ী কিছুটা বহির্বর্ধিত এবং পার্শ্ববর্তী দুটি থেকে আকারে বড়। তিনটি মেহরাবের খিলানই বহু ফলিযুক্ত এবং বহু পার্শ্ববিশিষ্ট স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। মেহরাবের বহিঃপ্রান্ত রেখায় ফলির সংযোগস্থলে পতাকা আকারে বড় নকশা রয়েছে। মেহরাবের তিনটিতেই খিলানের কাঠামোর প্রান্তে খাড়া ও লম্বভাবে প্রচলন অনুযায়ী বক্রাকার গুল্মের নকশা রয়েছে।