প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ০৯:১২ এএম
পবিত্র ধর্মগ্রন্থ আল- কুরআন। ছবি : সংগৃহীত
আল- কুরআনের বাণী
তুমি যখন তাদের কাছে কোনো অবতীর্ণ বাণী নিয়ে না যাও, তখন তারা বলে তুমি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে এলে না। বলো, আমি কেবল তা-ই অনুসরণ করি, যে অনুরণন আমার মধ্যে আমার প্রতিপালকের পক্ষ থেকে সৃষ্টি হয়। এটি (কুরআন/অবতীর্ণ বাণী) তোমার পালনকর্তার পক্ষ থেকে অন্তর্দৃষ্টি ও পথনির্দেশনা এবং এক দয়াস্বরূপ তাদের জন্য যারা বিশ্বাসী।
সুরা আল-আরাফ
আয়াত : ২০৩
আল-হাদিস থেকে
হজরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেছেন, একদিন রসুলুল্লাহ (সা.) কোনো এক নামাজ পড়তে পাঁচ রাকাত পড়লেন। আমরা তাকে বললাম, হে আল্লাহর রসুল! নামাজ (এর রাকাত সংখ্যা) কি বাড়িয়ে দেওয়া হয়েছে? তিনি বললেন, এ আবার কী কথা? তখন সবাই বলল, আপনি তো নামাজ পাঁচ রাকাত পড়েছেন। তিনি বললেন, আমি তোমাদের মতোই মানুষ। আমি স্মরণ রাখি যেমন তোমরা স্মরণ রাখো। আবার আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। এরপর তিনি দুটি সহু সিজদা দিলেন।
হাদিস ১১৬২
সহিহ মুসলিম শরিফ থেকে