ইসলামী স্থাপত্য
সাইদ হোসেন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৬ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:০৬ পিএম
মাগুরার শালিখা উপজেলার শত বছরের স্মৃতি ধারণ করে আছে মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এটি বাইতুন নূর জামে মসজিদ নামে পরিচিত। প্রাচীন স্থাপত্যশিল্পের অপূর্ব নিদর্শনের প্রতীক (এক গম্বুজ) মসজিদটি। সংস্কারের অভাবে জীর্ণপ্রায় ছিল দীর্ঘদিন।
মসজিদটির সঠিক নির্মাণকাল কারও জানা না থাকলেও এলাকাবাসীর দাবি, তারা বংশপরম্পরায় শুনে আসছেন মসজিদটি মুঘল আমলে নির্মিত শালিখা সদর উপজেলার আড়পাড়া থেকে ২ কিলোমিটার দক্ষিণ-পুব দিকে গোপালগ্রামে অবস্থিত এ মসজিদটি ৬০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। টালি ইটের তৈরি ৪০ ইঞ্চি পুরু দেয়ালের চারপাশে শিউলি, গোলাপ, পদ্মসহ বিভিন্ন ফুল ও লতাপাতার কারুকার্য খোদাই করা নকশা অঙ্কিত। তবে মসজিদের চারটি মিনারের তিনটিই ভেঙে পড়েছে।
মূল মসজিদে দুটি জানালাসহ তিনটি দরজার দুটিই অকেজো হয়ে আছে। মসজিদটি নির্মাণে কোনো রঙের ব্যবহার করা হয়নি। প্রাচীন নিদর্শনের এ মসজিদটি পুনঃসংস্কার করে ঐতিহ্য রক্ষা জরুরি বলে মনে করছে এলাকাবাসী। জেলা ও জেলার বাইরের অনেক দর্শনার্থী আসে মসজিদটি দেখার জন্য।