প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১২:৩৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:০৭ পিএম
ছবি : সংগৃহীত
হজরত হাম্মাদ ইবনে মুনাব্বিহ (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, এ হচ্ছে আবু হুরায়রা (রা) রাসুলুল্লাহ (সা.) থেকে যে হাদিস বর্ণনা করেছেন তা। এরপর তিনি কিছু হাদিস বর্ণনা করলেন, তার মধ্যে এটিও রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক দিন যখন সূর্য উদিত হয়, তখন মানুষের প্রত্যেক গ্রন্থির জন্য সদকা ওয়াজিব।
তিনি বলেন, দুই ব্যক্তির মাঝে ন্যায়বিচার করা সদকা, কোন ব্যক্তিকে তার সওয়ারির ব্যাপারে সাহায্য করা অথবা তার মালসামগ্রী তুলে দেওয়া সদকা।
তিনি আরও বলেছেন, ভালো কথা বলা সদকা, সালাতের উদ্দেশ্যে গমনের পথে প্রতিটি পদক্ষেপ সদকা। চলার পথ হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদকা।
হাদিস-২২১৩
Ñসহিহ মুসলিম শরিফ থেকে