সাজ্জাদুর রহমান
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:০৩ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:০৫ এএম
শাহ সুজা মসজিদ, কুমিল্লা।
কুমিল্লা জেলা শহরের মোগলটুলি এলাকায় পুরাতন গোমতী নদীর তীরে অবস্থিত শাহ সুজা মসজিদ। মসজিদে কোনো নির্মাণকালীন শিলালিপি পাওয়া না যাওয়ায় নির্মাণকাল ও স্থপতি নিয়ে বিতর্ক আছে। একটি মত অনুযায়ী, মসজিদটি রাজা গোবিন্দমাণিক্য শাহ সুজার স্মরণে তৈরি করেছিলেন। অন্য মতের অনুসারীদের ধারণা, শাহ সুজা সুবাদার থাকাকালে কোনো এক মুঘল ফৌজদার সুজার নামানুসারে মসজিদটি নির্মাণ করেন। মসজিদের চারদিকে রয়েছে চারটি মিনার, যার প্রতিটির মাথায় গম্বুজ রয়েছে। গম্বুজের চারদিকে রয়েছে পদ্ম পাপড়ির মারলন নকশা। মসজিদের খিলানগুলো চতুঃকেন্দ্রিক রীতিতে তৈরি। মসজিদের ফটক ধবধবে সাদা রঙের। মসজিদটির মিনারগুলোর দৈর্ঘ্য ৫৮ ফুট, প্রস্থ ২৮ ফুট। কিবলা প্রাচীরের পুরুত্ব ৫ ফুট ৮ ইঞ্চি আর পূর্ব প্রাচীরের পুরুত্ব ৪ ফুট ২ ইঞ্চি। বারান্দার প্রস্থ ২৪ ফুট।
নির্মাণকাল নিয়ে বিতর্ক থাকলেও মসজিদটি যে উপমহাদেশের প্রাচীন মসজিদগুলোর অন্যতম সে বিষয়ে সন্দেহ নেই। আয়তনের দিক দিয়ে বড় না হলেও এর কৃষ্টি, ইতিহাস-ঐতিহ্য এবং সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীকবাহী। প্রতিদিন শত শত মানুষ এ মসজিদ দেখতে আসে। নামাজ আদায় করে।