প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১০:৫৯ এএম
ছবি : সংগৃহীত
আল- কুরআনের বাণী
মুসা বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি ফেরাউন এবং তার দলবলকে সম্পদ ও পার্থিব জীবনের আড়ম্বর দান করেছ। হে আমাদের প্রতিপালক! এ কারণেই তারা তোমার পথ থেকে মানুষকে বিপথে পরিচালনা করে! হে আমাদের প্রতিপালক! তাদের ধনসম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরসমূহ কঠোর করে দাও, যেন তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস না করে যতক্ষণ না বেদনাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।’
সুরা ইউনুস
আয়াত : ৮৮
আল-হাদিস থেকে
হজরত রাফি খাদিজ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে জমির মুহাকালা করতাম এবং এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতাম। এরপর একদা আমার এক চাচা আমাদের কাছে এসে বললেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল। আর আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশের আনুগত্য করা আমাদের জন্য অধিক কল্যাণকর। তিনি আমাদের জমি মুহাকালা করতে এবং তৃতীয়াংশ, চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতে বারণ করেছেন। আর জমির মালিককে নিজে চাষ করতে বা অন্যের দ্বারা চাষ করাতে নির্দেশ দিয়েছেন এবং ইজারা ইত্যাদি দিতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
হাদিস ৩৮১১
সহিহ মুসলিম শরিফ থেকে