× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিফজুল কুরআন সম্মাননা পেলেন ৪০ জন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৩৭ পিএম

হিফজুল কুরআন সম্মাননা পেলেন ৪০ জন

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার এক যুগ পূর্তিতে ৪০ জন কুরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যুগপূর্তি অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা জানানো হয়েছে। 

যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়। মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী। অনেুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী দূর হবে। ইসলামের পাখিরা কখনও অন্যায় করবেন না। অন্যায়ের সঙ্গে আপসও করবেন না। সুন্দর দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। 

২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগ মিলিয়ে ৬০০ শিক্ষার্থী রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা