× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার অফুরন্ত প্রাণশক্তি

সাধন সরকার

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৪:৪২ পিএম

আমার অফুরন্ত প্রাণশক্তি

প্রিয় মা, 

তুমি কেমন আছ? কতদিন তোমায় কাছ থেকে দেখি না। অব্যক্ত অনেক কথা জমা আছে। প্রথম যেদিন তোমাকে ছেড়ে দূরে আসতে হয়েছিল, সেদিনটার স্মৃতি এখনও ভুলিনি। ইট-পাথরের এই শহরের যান্ত্রিক জীবনে বড্ড কষ্ট। এখানে কেউ তোমার মতো সকালে ঘুম থেকে ডেকে তোলে না। মন দিয়ে পড়তে বলে না। এখানে সবকিছু থেকেও যেন কিছুই নেই, তোমার স্নেহ ও ভালোবাসা। কত শত মাইল দূরে থেকেও সব সময় তোমার প্রিয় মুখখানি খুঁজি। 

মা, তুমি আমার পৃথিবী। এক অনিঃশেষ অনুপ্রেরণার নাম। ঢাকা থাকা অবস্থায় একবার ভীষণ জ্বর হয়েছিল আমার। কোনো ওষুধেই যখন খুব একটা কাজ হচ্ছিল না, তখন তোমার কাছে ফিরে গিয়েছিলাম। কয়েক দিনের ব্যবধানে তোমার ভালোবাসায় জ্বর নামক ব্যাধি হার মেনেছিল। এ জীবনে এতদূর আসতে পেরেছি, তোমার হার না মানা দৃঢ়তার কারণে। বন্ধুর মতো সব সময় তুমি পাশে থেকেছ। জানি আমাকে সামনে এগিয়ে দেওয়ার পেছনে তোমাকে অনেক দুঃখ-কষ্ট সইতে হয়েছে। মা, কত আদর-ভালোবাসায় আমাকে জড়িয়ে রেখেছ। তোমার জন্য আত্মাটা ডুকরে ডুকরে কেঁদে মরে। তোমার সঙ্গে কতদিন খুনসুটি করা হয় না। কতদিন তোমার কঠিন-কোমল শাসনের বাঁধনে আবদ্ধ থাকি না। কতদিন হলো তোমার সঙ্গে গল্প করা হয় না। তোমার মতো আর কেউ আমাকে বুঝতে পারে না। ব্যর্থতা যখন চারপাশ থেকে গ্রাস করে, তখন তোমার কাছে ঘুরে দাঁড়ানোর শক্তির সন্ধান পাই। আমি জিতলে জিতে যাও তুমি! তুমি আমার অহংকার, অফুরন্ত প্রাণশক্তি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, তিনি যেন তোমায় ভালো রাখেন।

ইতি- 

সাধন সরকার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা